শিরোনাম
৭৪ কোটি ৩১ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করল কুষ্টিয়া ৪৭ বিজিবি তিস্তার ন্যায্য পানি আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে: মির্জা ফখরুল নওগাঁয় ছাত্র শিবিরের দুইদিন ব্যাপী প্রকাশনা উৎসব শুরু নিউজ টুয়েন্টি ওয়ান  টিভির উপ-ব্যাবস্থাপনা পরিচালক রিদোয়ান হোসেন কক্সবাজারে আগমনে ফুলেল শুভেচ্ছা বিনিময় কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিভিন্ন প্রকার মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক ৩ দিনের রিমান্ডে সাবেক জনপ্রশাসন মন্ত্রীর স্ত্রী মোনালিসা ‘জুলাই শহীদ’ ও ‘যোদ্ধারা’ মাসিক ১৫ ও ২০ হাজার টাকা করে ভাতা পাবেন ইউটিউব আইডি থেকে জি-মেইল বের করে ১৩ লাখ টাকা জিতলেন গবেষক ছবি ও অ্যাপ ডিলিট ছাড়াই আইফোনের স্টোরেজ খালি করুন! কোস্ট গার্ড উপকূলীয় জনগণের নিকট আস্থার প্রতীকে পরিণত : স্বরাষ্ট্র উপদেষ্টা মিরপুর ও হাতিরঝিলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত পরিবেশ, জনস্বাস্থ্য রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে অগ্রাধিকার দেয়া হবে: ডিএনসিসি প্রশাসক তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে চলছে অবস্থান কর্মসূচি বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আজ তারেক রহমানের গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার বেনাপোলে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা অনুষ্ঠিত  সদরপুরে ড্রামট্রাক ও মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত, ১ মিরপুরে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে আহবায়ক কমিটি ঘোষনা নওগাঁয় সপ্তাহব্যাপী বইমেলা শুরু তিনদিন ঘন কুয়াশা পড়ার আভাস
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন

নওগাঁয় বাজারে টাস্কফোর্সের অভিযান ৭ ব্যবসায়ীর ৪ হাজার টাকা জরিমানা

অন্তর আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি :
আপলোড সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

নওগাঁয় বাজার মনিটরিংয়ে টাস্কফোর্স এর অভিযানে ৭জন ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০ টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত নওগাঁ পৌর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। বাজার মনিটরিংয়ে নেতৃত্বদেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এইচ ইরফান উদ্দিন।

এসময় নিত্যপণ্যের মধ্যে সবজি, চাল, মাছ, ডিম ও মুরগি এবং মাংস বাজারে তদারকি করা হয়। টিমের সদস্যরা মূল্য তালিকা টানানোসহ পণ্য ক্রয়-বিক্রয়ের রশিদ খতিয়ে দেখেন। এসময় মূল্য তালিকা সঠিকভাবে না টানানো ও যথাযথভাবে না লেখা এবং সংরক্ষণ না করায় প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করার পাশাপাশি জরিমানা করা হয়।

নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এইচ ইরফান উদ্দিন বলেন, দ্রব্যমূল্যে উর্ধ্বগতির বাজার নিয়ন্ত্রন করার জন্য টাস্কফোর্স এর অভিযান পরিচালনা করা হয়। পণ্যের ক্রয়-বিক্রয়ের রশিদ খতিয়ে দেখা, মূল্য তালিকা সঠিকভাবে না টানানো ও যথাযথভাবে না লেখা এবং সংরক্ষণ না করা ৭জন ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে। আগামীতে এ অভিযান অব্যহৃত থাকবে বলে জানান তিনি।
এসময় নওগাঁ সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. মো. বায়েজিদ আলম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ, কনজুমার অ্যাসোসেয়িশেন অব বাংলাদেশ (ক্যাব) এর জেলা সভাপতি আজাদুল ইসলাম, জেলা কৃষি বিপনন অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ ও শিক্ষার্থীসহ অন্যান্য দপ্তরে কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজারে অভিযান ও জরিমানা করছেন। যদিও এসব অভিযানের কোনো সুফল বাজারে পাওয়া যাচ্ছে না।

নিউজ২১/রি.


এই বিভাগের আরও খবর