শিরোনাম
কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে চাঞ্চল্যকর আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার চট্টগ্রাম বিভাগীয় পাঠাগার সম্মেলন অনুষ্ঠিত খুলনায় নিউজ টোয়েন্টি ওয়ান বাংলা টিভির সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা রূপগঞ্জে স্কুল মাঠে জলাবদ্ধতা ৬৫০ শিক্ষার্থীর দুর্ভোগ কুষ্টিয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হত্যার হুমকিতে মানব বন্ধন কুষ্টিয়ার ৫ লক্ষ টাকা ছিনতাই মামলার অন্যতম আসামি র‍্যাবের হাতে গ্রেফতার সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জামায়াত আমিরের কোটালীপাড়ায় অর্থ উত্তোলনের ৩ বছরেও শুরু হয়নি কবরস্থানের রাস্তা নির্মাণ কাজ কমলা হ্যারিসের এখন ভবিষ্যৎ কী? সাবেক মন্ত্রী আমুর আইনজীবীকে মেরে আদালত থেকে বের করে দেয়া হলো চরফ্যাশনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ তিন মাসে অন্তর্বর্তী সরকার কার্যকরী ভূমিকা রেখেছে : মির্জা ফখরুল কোটালীপাড়ায় বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ হতাশ হবেন না, ভোটে পরাজয় মেনে নিচ্ছি, লড়াই ছাড়ছি না: কমলা হ্যারিস ট্রাম্পের বিজয়ের দিনে লেবাননে ইসরায়েলের অতর্কিত হামলা, নিহত ৪০ ট্রাম্পকে মোদির ফোন, কী কথা হলো? ভোটের বয়স ১৫ বছর করা উচিত: হাসনাত আব্দুল্লাহ একই মামলার আসামি হলেন অপু বিশ্বাস-হিরো আলম ইলেক্টোরালের পর এবার পপুলার ভোটেও জয়ী ট্রাম্প
শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৬:৫৬ অপরাহ্ন

রংপুরে শিশুর বিরুদ্ধে সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে মাল্টিমিডিয়া প্রচারকার্যের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

রংপুরে শিশুর বিরুদ্ধে সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে বিভাগীয় পর্যায়ে মাল্টিমিডিয়া প্রচারকার্যের উদ্‌বোধন করা হয়েছে। সোমবার (৭ই অক্টোবর) সকালে রংপুর বিভাগীয় কমিশনারের সভাকক্ষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই প্রচারকার্যের উদ্‌বোধন করেন বিভাগীয় কমিশনার মো: আজমল হোসন। মহিলা বিষয়ক অধিদপ্তরের রংপুর কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। শাসনের নামে শিশুদের প্রতি সহিংসতা কোনোক্রমেই কাম্য নয়। তাদের কোমল মনে কোনোভাবেই আঘাত দেওয়া যাবে না। শিশুদের শারীরিক ও মানসিকভাবে বেড়ে উঠার অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। বাল্যবিবাহ প্রসঙ্গে তিনি বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। বাল্যবিবাহের ফলে মেয়েরা শারীরিক ও মানসিকভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। এর প্রভাব ভবিষ্যৎ প্রজন্মের উপরও পড়ে। বাল্যবিবাহ প্রতিরোধে এর কুফল সম্পর্কে ব্যাপক প্রচারের কোনো বিকল্প নেই। তিনি বাল্যবিবাহ প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, পরিবার হলো শিশুর প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান। পরিবার থেকেই শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষা প্রদান করতে হবে। শিশুর প্রতি চাপ প্রয়োগ করে কোনো কিছু আদায় করে নেওয়ার প্রবণতা পরিহার করতে হবে। শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে প্রত্যন্ত অঞ্চলেও প্রচার কার্যক্রম পরিচালনার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন।

অনুষ্ঠানের শুরুতে ইউনিসেফের রংপুর কার্যালয়ের স্যোশাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ অফিসার মঞ্জুর আহমেদ শিশুর বিরুদ্ধে সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: আসাদুজ্জামান, ডিআইজি রংপুর রেঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ আলমগীর হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের রংপুর কার্যালয়ের উপপরিচালক মোছা: সেলোয়ারা বেগম প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজ২১/রি.


এই বিভাগের আরও খবর