গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার সন্ধ্যায় উপজেলার শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি হিসেবে বিনয় কৃষ্ণ দাস ও সাধারণ সম্পাদক তসলিম খান এবং কামরুল কাজিকে সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করেন উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিন।
শুয়াগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি বিনয় কৃষ্ণ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আলোচনা সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ফায়েকুজ্জামান শেখ, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হাওলাদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম মিয়া,উপজেলা যুবদল নেতা মেহেদী হাসান ডাবলু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মান্নান শেখ , উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুব খান,উপজেলা ছাত্রদলের আহবায়ক লালন শেখসহ প্রমূখ বক্তব্য রাখেন।