যশোর শহরের মৌমাছি কিন্ডার গার্টেন স্কুলের কেজি ক্লাসের খুদে শিক্ষার্থীরা স্ট্যাডি ট্যুরে এসেছিল আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ ক্যাম্পাসে।
০৭ অক্টোবর ২০২৪ সোমবার সকালে তারা শিক্ষকদের সাথে শহরতলীর পুলেরহাটের দেশের বৃহৎ মেডিকেল কলেজ ক্যাম্পাসে এসেছিলো স্ট্যাডি ট্যুরে।
মেডিকেল কলেজের কয়েকজন লেকচারার এবং কলেজ সেক্রেটারি ক্যাম্পাসে শিশুদের স্বাগত জানান।
কলেজের বিশাল গ্রাউন্ডে আনন্দে মেতে উঠতে দেখা যায় তাদের। ঘুরে দেখানো হয় মেডিকেলের লেকচার গ্যালারীগুলো। গ্যালারীতে অবস্থানকরা এমবিবিএস চূড়ান্ত এবং তৃতীয় বর্ষের দেশি-বিদেশি শিক্ষার্থীদের সাথে খুদে শিক্ষার্থীরা শুভেচ্ছা বিনিময় করেন তাদের ভাষায়।
মেডিকেল ছাত্রীরাও শিশুদের কাছে পেয়ে আনন্দ প্রকাশ করেন। তাদের সাথে ভাব বিনিময় করেন।
কোমলমতি এসব বন্ধুদের মাঝে বড় হবার স্বপ্ন জাগিয়ে তুলতে শিক্ষকদের এই প্রচেষ্টা বলে জানালেন মৌমাছি স্কুলের শিক্ষকবৃন্দ।
ক্যাম্পাস ঘুরে দেখার ফাঁকে লেকচার গ্যালারীতে মেডিকেল কলেজের পক্ষ থেকে তাদের চকলেট এবং কেক পরিবেশন করা হয়। এরপর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মীর মুয়ীদুল ইসলামও আসেন শিশু শিক্ষার্থীদের সাথে ভাববিনিময় করতে। এসময় খুদে শিক্ষার্থীরা অধ্যক্ষ এবং অন্যান্য শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করে। ক্যাম্পাসে স্ট্যাডি ট্যুরে আসায় স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের ধন্যবাদ জানান তিনি। এসময় চিকিৎসক হবার ইচ্ছা কাদের জানতে চাইলে শিশুরা হাত তুলে সাড়া দেন।
সবশেষে তারা মেডিকেল কলেজের মিনি চিড়িয়াখানায় হরিণ পরিদর্শন করে শিশুরা তাদের স্কুলে ফিরে যায়।