চাঁদপুরের ফরিদগঞ্জে “Nep Foundation” নামের একটি ভুয়া সংস্থার নাম ভাঙ্গিয়ে সাধারণ মানুষের থেকে প্রতারণা করার অভিযোগ উঠেছে।
জানা গিয়েছে এই ফাউন্ডেশনের মুল হোতা মমিন। তিনি বিশ হাজার টাকা করে নিয়ে লোন দেয়ার নাম করে অফিস জমা বাবদ টাকা নিয়ে নিয়ে পালিয়ে গিয়েছে।এভাবে অসংখ্য লোকের কাছ থেকে লোন দেয়ার নাম করে অফিস খরচ ও বিভিন্ন খরচ দেখিয়ে,লোন দেয়ার প্রতিশ্রুতি দিয়ে পালিয়ে গিয়েছে।ভুক্তভোগীরা জানান চাঁদপুর ফরিদগঞ্জ সিরাজ মার্কেটে ছিলো তাদের ভুয়া একটি অফিস।এই অফিস ব্যাবহার করে অভিনব কায়দায় মানুষ লোন দেয়ার প্রলভন দেখিয়ে অসংখ্য মানুষের টাকা আত্তসাত করে রাতের আধারে পালিয়ে যায় কথিত এই ভুয়া “Nep Foundation”।
ভুক্তভোগীদের একটাই দাবি, দেশ ছেড়ে পালানোর আগে উক্ত ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও মমিনকে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনতে জোর দাবি জানান।