কুষ্টিয়ায় হাত-পা-মুখ বেঁধে ছাদ থেকে ফেলে এক কলেজ শিক্ষার্থীকে হত্যার অভিযোগ উঠেছে।
গতকাল (০১ অক্টোবর) মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া শহরতলীর স্যার ইকবাল সড়কের চারতলা একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ওই ছাত্রের নাম রুবেল হেসেন (২২)। তিনি কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার ডিপার্টমেন্টের ৬ষ্ঠ সেমিস্টারের ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাত-পা বাঁধা আর মুখে গামছা দিয়ে পেঁচানো মুমূর্ষ অবস্থায় রুবেলকে উদ্ধার করে কুষ্টিয়ার আড়াইশ’ শয্যার হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে যাবার পথে রাত সাড়ে বারোটার দিকে তার মৃত্যু হয়। নিহত
রুবেল কুমারখালী উপজেলার মির্জানগর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। কোর্ট পাড়া এলাকায় লাল মিয়া নামে এক ব্যক্তির চার তলা বাড়ির তৃতীয় তলার মেসে থাকতেন তিনি। তিন তলার ওই মেসে নয়জন থাকতেন। রুবেল হোসেনের রুমে থাকতেন ৩ জন। এদের মধ্যে পাঁচজনকে জিজ্ঞাসাবাদে নিয়ে গেছে পুলিশ। রুবেলের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, পরিবারের দাবি তাকে নির্যাতন করে ভবন থেকে ফেলে হত্যা করা হয়েছে।