যশোরের বেনাপোল একটি আধুনিক সুসজ্জিত
M ,K, S, -SPORTS এর শোরুম উদ্বোধন হয়েছে
উদ্বোধন অনুষ্ঠানটি ,অনুষ্ঠিত হয় বেনাপোল সানরুপ হোটেল ,M,K,S -SPORTS এর শোরুম স্থান হাইস্কুল মার্কেটে দুর্গাপুর রোড বেনাপোলে ।
মঙ্গলবার বিকাল ৫ টায় অনুষ্ঠানটি শুরু হয় ,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ,ছিলেন ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাবেক যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান লিটন ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন ভক্ত, আরো উপস্থিত ছিলেন শার্শা থানা যুবদলের আহ্বায়ক শামসুজ্জোহা সেলিম ,উদ্বোধক এবং উক্ত অনুষ্ঠানের মধ্যমণি হিসেবে ছিলেন M K S. Sports এর স্বত্বাধিকারী জাতীয় ক্রিকেট দলের প্লেয়ার ইমরুল কায়েস আরো উপস্থিত ছিলেন আসাদ , শাহিন সহ আরো অনেক। অনুষ্ঠানের মাধ্যমে মোঃ কামাল উদ্দিন বিশ্বাস,ইমরুল কায়েস সাথে পরিচয় করিয়ে দেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোঃ নুরুজ্জামান লিটন শার্শা উপজেলার যুবদলের আহ্বায়ক শামসুজ্জোহা সেলিম পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন ভক্তর সাথে।
MKS এর শোরুমের সম্মানিত ডিলার নিয়োগ পেলেন মোহাম্মদ মেহেদী হাসান। ইমরুল কায়েস তার বক্তব্য বলেন আমাদের এম কে এস এর ক্রিকেট সামগ্রী অধিক গুণগতমানের এবং দেশীয় পণ্য আমাদের এই পণ্য ব্যবহার করলে অনেক বিদেশী মুদ্রা সাশ্রয় হবে দেশের কাজে লাগবে দেশের সকলকে তিনি এই অনুষ্ঠানের মাধ্যমে এম কে এস স্পোর্টসের সামগ্রী ব্যবহার করার আহবান করেন।