বন্যার্তদের পুর্নবাসনের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে আর্থিক সহায়তা দিয়েছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মুক্তিযোদ্ধারা।
আজ কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তারের হাতে ১ লক্ষ ৪৫ হাজার টাকার চেক তুলে দেন মুক্তিযোদ্ধারা।
দেশের বিভিন্নস্থানে সাম্প্রতিক সময়ে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য নিজেদের মধ্য থেকে ১ লক্ষ ৪৫ হাজার টাকা সংগ্রহ করে ইউএনওর মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এই অনুদান দেয় মুক্তিযোদ্ধারা।
এসময় মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান সরদার, আতিয়ার রহমান, মোদাচ্ছের হোসেন ঠাকুর, আবুল কালাম আজাদ, ডা: দুলাল বিশ্বাস, আব্দুল মান্নান মিয়া, মনোরঞ্জন বিশ্বাসসহ অনেকে উপস্থিত ছিলেন।