ভারতের মহারাষ্ট্রের এক পুরোহিত মহানবী হয়রত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনের সড়কে উপজেলা ওলামা পরিষদের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গোপালপুর মাদ্রাসার মোহতামিম আলহাজ¦ মাওলানা কবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে মাওলানা মাহামুদুল হাসান, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা সাফায়ে হোসেন, মাওলানা আব্দুল রাজ্জাক, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা মাসুদুর রহমান, মাওলানা মেহেদী হাসান, মাওলানা মানজিরুল ইসলাম, ক্বারী বশির বিন সামসুদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার বক্তব্য রাখেন।
বক্তারা পুরোহিত রামগিরি মহারাজের শাস্তি দাবি করেন।