ফেনীর ফুলগাজীতে যৌথবাহিনীর অভিযানে আনোয়ার হোসেন টিপু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার আমজাদহাট ইউনিয়নের উত্তর তারাকুছা মীরু চেয়ারম্যানের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আনোয়ার হোসেন টিপু সাবেক ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য ও আমজাদহাট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন টিপুর তিন ভাইয়ের মধ্যে মীর হোসেন মীরু আমজাদহাট ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, মারুফ পারভেজ তুহিন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং শাহাদাত হোসেন লিটন ইউনিয়ন যুবলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। ৫ আগস্ট সরকার পতনের পর তারা আত্মগোপনে চলে যান। তারপর থেকে শাহাদাত হোসেন লিটনের সীমান্তের চোরাচালান ও মাদক কারবারের নেতৃত্ব দেন বড় ভাই টিপু।
সূত্র জানায়, আওয়ামী লীগের সঙ্গে সখ্যতা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে আনোয়ার হোসেন টিপুকে চলতি বছরের ২ মে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দল থেকে অব্যাহতি দেওয়া হয়।
যৌথবাহিনী সূত্র জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্ত্রাসী মো. আনোয়ার হোসেন টিপুকে ৬টি ককটেল ও ৬টি তারকাঁটাযুক্ত লাঠিসহ গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, গ্রেপ্তার টিপুর বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়েছে। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।