সার্ভিস এন্ড রেসকিউ ওপেন স্কাউট গ্রুপ নওগাঁর এর আয়োজনে, নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নবাগত সদস্যদের দীক্ষা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছিলেন, এস এম রবিন শীষ, উপজেলা নির্বাহী অফিসার, নওগাঁ। সরকারি জরুরী মিটিং এ কাজে ব্যস্ত থাকার কারণে তাঁর এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, খান সালমান হাবিব, সহকারী কমিশনার ভূমি, নওগাঁ সদর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ নূরে আলম সিদ্দিকী, অফিসার ইনচার্জ, নওগাঁ সদর মডেল থানা ও সাংবাদিক মেহেদী হাসান অন্তর। এছাড়াও দীক্ষা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্ভিস এন্ড রেসকিউ ওপেন স্কাউটস গ্রুপের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, মোঃ মেহেদী হাসান অন্তর, মো: রুহুল আমিন, মোঃ হাসিন আরমান খান, মোছাঃ আইরিন পারভিন, উপজেলা কাব স্কাউট লিডার এবং মোছাঃ রাবেয়া খাতুন বেলি, ইউনিট লিডার। দীক্ষা অনুষ্ঠান পরিচালনা করেন সার্ভিস এন্ড রেসকিউ ওপেন স্কাউটস গ্রুপ নওগাঁ এর ইউনিট লিডার ও নওগাঁ সদর উপজেলা স্কাউট লিডার জনাব মোঃ ফরিদ আলম। এ সময় সার্ভিস এন্ড রেসকিউ ওপেন স্কাউটস গ্রুপ এর ৪৫ জন নবাগত বালক বালিকা সদস্য দীক্ষা গ্রহণ করে। দীক্ষা গ্রহণের মাধ্যমে একজন নবাগত স্কাউট জীবনে প্রবেশ করে, এ কারণে দীক্ষা অনুষ্ঠান স্কাউটদের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যা তার জীবনের প্রতিটি মুহূর্তে স্কাউট প্রতিজ্ঞা ও আইনের প্রতিফলন ঘটিয়ে থাকে। দীক্ষার পূর্বে কেউ সদস্য ব্যাজ ও স্কার্ফ পরতে পারে না। ইউনিট লিডার দীক্ষা প্রদান করে থাকেন।
এ সময় স্কাউট সদস্যরা স্কাউট পতাকা স্পর্শ করে শপথ বাক্য পাঠ করে।