গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তারাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকালে তারাশী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ২য় সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।
বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বাসুদেব বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক কর্মকর্তা আমজাদ হোসেন।
সভায় বিদ্যালয়ের শিক্ষক-অভিভাবক এসোসিয়েশনের সভাপতি মনিরুজ্জামান শেখ জুয়েল, প্রধান শিক্ষক অশোক অধিকারী, সহকারি শিক্ষক শফিকুল ইসলাম, শিক্ষার্থী অভিভাবক হ্যাপী তালুকদারসহ অনেকে বক্তব্য রাখেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, সন্তানদের লেখাপড়ায় মায়েদের আরো দায়িত্বশীল হবে। বাসায় যেন তারা কখনও মোবাইল ফোন হাতে না নেয় সেদিকে নজর রাখতে হবে। একবার মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়লে লেখাপড়ায় মনোযোগ কমে যায়।