সরকারি একশত বিশ বিঘা জমিতে বানা ও জাল দিয়ে আটকিয়ে মাছ চাষ বন্ধ করে দিয়েছে কোটালীপাড়া উপজেলা প্রশাসন। অপসারণ করা হয় পানির প্রবাহ বন্ধ করে মাছ চাষের জন্য অবৈধভাবে দেওয়া বানা ও নেট।
আজ রবিবার উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লাটেঙ্গা গ্রামে অভিযান চালিয়ে সরকারি গোচারণ ভূমি ও খালের বানা ও জাল অপসারণ করে অবৈধভাবে মাছ চাষ বন্ধ করে দেয় উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, কোটালীপাড়া থানা পুলিশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানাগেছে, সাদুল্লাপুর ইউনিয়নের লাটেঙ্গা খালে বানা দিয়ে দীর্ঘদিন ধরে খালসহ লাটেঙ্গা গোচারণভূমিতে মাছ চাষ করে আসছিল এলাকাবাসী। খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে বানা ও নেট অপসারণ করে খালের প্রবাহ ফিরিয়ে আনেন। এসময় এখান থেকে কিছু মাছ ধরে খালে অবমুক্ত করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত বলেন, আমাদের চলমান কাজের অংশ হিসেবে আজ সাদুল্লাপুর ইউনিয়নের লাটেঙ্গা খালের বানা দিয়ে মাছ চাষ করে পানির প্রবাহ বন্ধ করার কারণে আমরা বানাটি সম্পূর্ণরুপে কেটে দিয়েছি। এখানে প্রায় ১শত২০ বিঘার মতো আমাদের সরকারি জমি রয়েছে। এই জমি থেকে এলাকাবাসী মাছ ধরে খাবে বা বিক্রি করবে। এই মাছ ধরতে যদি কেউ বাঁধা সৃষ্টি করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরো বলেন, উপজেলার কোন খালে যদি কেউ বাঁধ, বানা বা জাল দিয়ে পানির প্রবাহ বন্ধ করে মাছ চাষ করে তাহলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।