নওগাঁর পত্নীতলায় জোরপূর্বক আম বাগান দখল করে গাছ কেটে ফেলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ফল ব্যবসায়ী।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শহরের ঐতিহ্যবাহী প্যারিমোহন গ্রন্থাগারে লিখিত বক্তব্যে নিজের অসহায় অবস্থ্যার কথা তুলে ধরেন ভুক্তভোগী ফল ব্যবসায়ী আলহাজ¦ আবুল হোসেন। তিনি ঢাকার সাভার জালেম্বর মহল্লার নিরাজ উদ্দীন দেওয়ানের ছেলে। তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম দেওয়ান এন্টারপ্রাইজ।
লিখিত বক্তব্যে আবুল হোসেন বলেন, ১২ বছর আগে এক বন্ধুর মাধ্যমে নওগাঁর পত্নীতলা উপজেলার পাটিচোরা ইউনিয়নের ছালিগ্রাম মৌজায় ৪ দশমিক ৩২ একর জমি কেনেন ব্যবসায়ী আবুল হোসেন। পরে ওই জমিতে তিনি ১ হাজার ২০০টি আম গাছের চারা রোপণ করে ভোগদখল করে আসছিলেন। গত ১৫ সেপ্টেম্বর হঠাৎ করে ২০/২৫জন যুবক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওই আম বাগানে ঢুকে ৮শ টির বেশী আম গাছ কেটে ফেলে। বাগানটির বর্গাদার আব্দুস সামাদ এ তান্ডবে বাঁধা দিতে গেলে তাকেও মেরে ফেলার হুমকি দেয় দুর্বৃত্তরা। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষতির মুখে পড়ায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেন না তিনি। তাই দ্রুত তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান ভুক্তভোগী ব্যবসায়ী।