যশোরের বেনাপোলে ব্যাটালিয়ান ৪৯ বিজিবি’র হাতে বিপুল পরিমান চোরাচালানী মালামালসহ এক ব্যক্তি আটক হয়েছেন।
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত স্বর্ণ, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালান মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে। তারই অংশ হিসেবে প্রতিনিয়ত সীমান্ত এলাকা হতে বিপুল পরিমাণ মাদকদ্রবসহ বিভিন্ন প্রকার চোরাচালানী মালামাল আটক করা হচ্ছে। বৃহস্পতিবার বিজিবি সদস্যগণ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ৮০০ বোতল ফেন্সিডিল, ০৯ বোতল বিদেশী মদ, ০৪ কেজি গাঁজা, ০৯ পিচ ইয়াবা ট্যাবলেট ও ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী ও তার ব্যবহৃত মোবাইল ও মোটরসাইকেলসহ একজন আসামীকে আটক করে। আটককৃত মালামালের আনুমানিক ২১,৫৭,২৬৩/- (একুশ লক্ষ সাতান্ন হাজার দুইশত তেষট্টি) টাকা।
আটককৃত আসামীকে মামলা দায়েরের মাধ্যমে চৌগাছা থানায় ও মালামাল বেনাপোল কাষ্টম্স এ জমা ও মালিকবিহীন অন্যান্য মাদকদ্রব্য ধ্বংস করার জন্য অতিদ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তি হতে জানা যায়।