দুর্গা পূজা উপলক্ষে ভারতের ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় ৪৯ টি প্রতিষ্ঠানকে ২৪ শত ২০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেয়।
তার মধ্যে থেকে (২৬/৯/২০২৪ )রোজ বৃহস্পতিবার সকাল ১২ টায় ১৮ টন ২৬০ কেজি ইলিশ মাছ প্রথম চালান রপ্তানি হল। রপ্তানি কারক প্রতিষ্ঠানগুলি এম ,এ ,পি ইন্টারন্যাশনাল, জে, এস ,ইন্টারন্যাশনাল ।সাজ্জাদ ও স্বর্ণালী ইন্টারপ্রাইজ ।আর ভারতের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো ইলিশ মাছ ইমপোর্ট করেছে তার মধ্যে এফ ,এন,এস ও এম, কে, এফ,ও কে ,বি ,সি, মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের বেনাপোল অফিস মৎস্য কর্মকর্তা, মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন ২৪শত ২০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয় ।তার মধ্যে আজ প্রথম ১৮ টন মাছ রপ্তানি হল আগামী ১২/১২/২০২৪ তারিখ পর্যন্ত রপ্তানি অব্যাহত থাকবে।