গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সড়ক দূর্ঘটনায় রেয়াজুল হোসেন নান্না (২৮) নামে বার্জার পেইন্টসের সেলস অফিসার নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের টুপুরিয়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত রেয়াজুল হোসেন নান্না বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার ফকিরবাড়ি গ্রামের শাহিন শেখের ছেলে।
বার্জার পেইন্টসের কোটালীপাড়া উপজেলার ডিলার রাজীব দে বলেন, রেয়াজুল হোসেন নান্না কোটালীপাড়া উপজেলায় তার মার্কেটিং এর কাজ সেরে মোটরসাইকেল নিয়ে গোপালগঞ্জ যাওয়ার পথে টুপুরিয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় যাত্রীবাহি বাসটি খাদে পড়ে যায়। তবে বাসের কোন যাত্রী গুরুতর আহত হয়নি।