জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) কর্তৃক আয়োজিত যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচীতে তামাক বর্জন কর্মসূচি অন্তর্ভুক্ত করণে ব্র্যাক, ডেমিয়েন, টিবি কনসালটেন্ট ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ বুধবার সকালের দিকে নেত্রকোণা সিভিল সার্জন হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাইল ইসলাম শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, সিভিল সার্জন ডাঃ অনুপম ভট্টাচার্য্য। এসময় উপস্থিত ছিলেন, টোব্যাকো কন্ট্রোল প্রজেক্ট ম্যানেজার ফিরোজ আহমদ, ডাঃ প্রমিতি কর্মকার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল হক, ব্র্যাক জেলা সমন্বয়ক প্রবাল কুমার সাহা, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সুজিত কুমার মাইতী, নাটাবের ফিল্ড লেভেল স্টাফ মোহাম্মদ রবিউল আলম, সাংবাদিক সালাহ উদ্দীন খান রুবেল প্রমুখ।