ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার এর সাথে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ( বিএমইউজে), ফেনী জেলা কমিটির সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় জেলা প্রশাসকের সভা কক্ষে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বিএমইউজে ফেনীর প্রধান উপদেষ্টা জাফর উদ্দিন ( দৈনিক স্টার লাইন), সভাপতি এম এ সাঈদ খান ( দৈনিক আমার বার্তা) ও সাধারণ সম্পাদক এস এম মাসুম বিল্লাহ ভূঁইয়া (দৈনিক মুক্ত খবর / আলোর বার্তা /The Daily State), সহ সভাপতি মঞ্জুরুল আলম দেওয়ানী (দৈনিক মুক্ত খবর ), ফারুক সবুজ (দৈনিক এশিয়া বাণী), ইয়াসিন আরাফাত মজুমদার (দৈনিক আজকের বসুন্ধরা),যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসনাত রিন্টু (দৈনিক লাখোকন্ঠ), মিজানুর রহমান (দৈনিক তরুন কন্ঠ), ওমর ফারুক ভূঁইয়া (সাপ্তাহিক ফেনীর শক্তি), মো: আতিকুর রহমান (দৈনিক আজকের বসুন্ধরা), কোষাধ্যক্ষ ওবায়দুল হক (সাপ্তাহিক জনপ্রিয়), সহ কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন (দৈনিক দেশের পত্র), সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন সবুজ (দৈনিক স্বদেশ বিচিত্রা), সহ সাংগঠনিক মো: আশরাফুল হাসান টুটুল (দৈনিক একুশে সংবাদ), দপ্তর সম্পাদক গাজীউল হক (দৈনিক বাংলাদেশ কন্ঠ), ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান পলাশ (দৈনিক গণতদন্ত), সমাজকল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম তোতা (সাপ্তাহিক উত্তরণ), বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমির হোসেন কিরন। কার্যকরী সদস্য ডা: কামাল উদ্দিন (সাপ্তাহিক জনপ্রিয়), ফখরুল ইসলাম (দৈনিক সমাবেশ), শাহাদাত হোসেন (দৈনিক আমার সময়), সহযোগী সদস্য আবু জাফর হৃদয় ( আজকের বসুন্ধরা) , আর এ জাবেদ ( এই আমার দেশ), উম্মে হালিমা ঝিনুক ( একুশে সংবাদ) ,তাছলিমা আক্তার ( সাপ্তাহিক উদয়) প্রমুখ।