গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার কোটালীপাড়া থানার আয়োজনে প্রতিষ্ঠানটির হলরুমে এ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সভাপতি কার্ত্তিক চন্দ্র বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি সুভাষ চন্দ্র বালা, আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফেজা বেগম, ভট্টেরবাগান মন্দির কমিটির সভাপতি অশোক কর্মকার, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিলা দাম, সাবেক অধ্যাপক যতীষ চন্দ্র ওঝা,প্রেসক্লাব কোটালীপাড়ার সাধারণ সম্পাদক সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস, কোটালীপাড়া থানার সেকেন্ড অফিসার মামুন -অর- রশিদ, শিক্ষক অমল কুমার সরকার, সুখরঞ্জন হীরা, রাজিব দে, প্রশান্ত হালদারসহ বিভিন্ন পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন।
এবছর এ উপজেলায় পৌরসভার ১৬টি পূজাসহ ১১টি ইউনিয়নে সর্বমোট ৩২২ টি পূজা মন্ডবে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।