শিরোনাম
কুরিয়ার সার্ভিস কাভার্ড ভ্যান থেকে তিন কোটি টাকার ভারতীয় শাড়ী আটক কুড়িগ্রামে মহানবী (সা.)-কে নিয়ে কটুক্তি, যুবক গ্রেফতার নওগাঁয় নৌকা শোভাযাত্রার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমনিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে পথ নাটক প্রদর্শনী অনুষ্ঠিত কোটালীপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত আজ মর্ত্য ছাড়বেন দুর্গতিনাশিনী আজ থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা-বাজারজাত নিষিদ্ধ তাঁতিবাজারে পূজামণ্ডপের কাছে ছিনতাইয়ের ঘটনায় মামলা সংসদ সচিবালয়ের যুগ্মসচিব কিবরিয়া মজুমদার বিজিবির হাতে আটক নওগাঁয় টাস্কফোর্স অভিযানে ৭ ব্যবসায়ীকে জরিমানা নওগাঁয় পরিবেশ উন্নয়ন সংস্থার দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন চরফ্যাশনে স্পোকেন ইংলিশ ও ক্যারিয়ার ডেভলপমেন্ট শীর্ষক সেমিনার ও্র বৃক্ষ রোপণ কর্মসূচী বিজিবির আঞ্চলিক অধিনায়কের পুজা উপলক্ষ্যে বিএসএফকে মিষ্টি উপহার বাসাবাড়িতে আপাতত গ্যাস সংযোগ দেওয়া হবে না : উপদেষ্টা গাজায় নিহতের সংখ্যা ৪২,১৭৫ কোটালীপাড়ায় দুর্গাপূজার আনসার নিয়োগে ঘুষ গ্রহণের অভিযোগ কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ১ জন জেল পলাতক আসামি গ্রেফতার। পূর্বাচলে প্লটের দাবিতে ক্ষতিগ্রস্ত আদিবাসীদের অবরোধ-বিক্ষোভ কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করলেন রাজস্ব বোর্ডের কমিশনার অরুণ কুমার বিশ্বাস
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৬:১১ অপরাহ্ন

কোটালীপাড়ায় সাবেক প্রধান শিক্ষক তরণী কান্ত অধিকারী আর নেই

মনিরুজ্জামান শেখ জুয়েল, কোটালীপাড়া:
আপলোড সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিনয় কৃষ্ণ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তরণী কান্ত অধিকারী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
আজ সোমবার (২৩শে সেপ্টেম্বর ) ভোর ৩টা ৫০ মিনিটে বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
তিনি ৩ মেয়ে ও ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

আজ সকাল দশটায় শিক্ষকের দীর্ঘ দিনের কর্মস্থল বিনয় কৃষ্ণ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে, বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা সহ এলাকার সর্বস্তরের জনগণের শেষ শ্রদ্ধা জানানোর পর প্রার্থনা শেষে মৃত দেহ তাঁর নিজ গ্রাম মাছ পাড়ায় নেয়া হয়। দুপুর ৩ টায় পারিবারিক শ্মশানে অন্তষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

বিনয়কৃষ্ণ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তরণীকান্ত অধিকারীর জন্ম ১৯৪১ সালের ৩ জানুয়ারি কোটালিপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের মাছপাড়া গ্রামে। বাবা সুকুমার অধিকারী ও মা সুমালা অধিকারী। গোপালগঞ্জের বৌলতলী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৫৮ সালে ম্যাট্রিকুলেশন এবং ১৯৬০ সালে ঢাকার জগন্নাথ কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। এরপর ১৯৬৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করেন।
এরপরই সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন হিজলবাড়ির বিনয়কৃষ্ণ আদর্শ উচ্চ বিদ্যালয়ে। ১৯৬৭ সালে একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। ১৯৬৯ সালে এমএড পাস করেন প্রথম বিভাগে। সুনামের সঙ্গে দীর্ঘদিন শিক্ষকতা শেষে ২০০১ সালের ২ জানুয়ারি অবসরে যান। শিক্ষকতার পাশাপাশি একজন হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে সুনাম কুড়িয়েছেন।
তরণীকান্ত অধিকারীর দুই ছেলে ও তিন মেয়ে। বড় ছেলে প্রকৌশলী তাপস অধিকারী প্রবাসী। ছোট ছেলে উজ্জ্বল অধিকারী কমপিউটার বিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করে একটি বেসরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। বড় মেয়ে প্রতিভা অধিকারী একটি বেসরকারি কলেজের সহকারী অধ্যাপক। মেজ মেয়ে পোর্শিয়া অধিকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং ছোট মেয়ে তপতী অধিকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
দেশ স্বাধীনতার পরে বাংলাদেশ শিক্ষক সমিতি, কোটালিপাড়া থানা শাখার প্রথম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি হন। পুনরায় নির্বাচিত হন কোটালিপাড়া থানা শাখার সভাপতি। গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পুরস্কৃত হন। অনুভব বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, বীরেন্দ্র স্মৃতি সংসদ, ঢাকা শিক্ষাক্ষেত্রে অবদানের স্বকৃতিস্বরূপ তাকে সম্মাননা প্রদান করে। নীলকান্ত কল্যাণ ট্রাস্ট, শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ সংঘ, কোটালিপাড়া ডেভেলপমেন্ট সোসাইটি, কান্দি ইউনিয়ন যুব সংঘ-ঢাকা ও কলাবাড়ি ইউনিয়নের উজ্জীবন সংঘ তাঁকে সংবর্ধনা জানায়।


এই বিভাগের আরও খবর