বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সরদার রুহিন হোসেন প্রিন্স বলেছেন, এই মহুর্তে ভবদহের জলাবদ্ধতা নিরসন করে এলাকার ভূক্তভোগী জনসাধারণকে মুক্ত করতে হবে। মণিরামপুর পৌরশহরের যানজট মুক্ত করার জন্য সড়কপ্রশস্ত করণসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
রোববার সন্ধ্যায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মণিরামপুর শাখার আয়োজনে মণিরামপুর দক্ষিণ বাসষ্ট্যান্ডে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মণিরামপুর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আব্দুল মজিদের সভাপতিত্বে তিনি আরও বলেন, দেশের মানুষ আজ নিরাপদ নন। একারণে আইনশৃঙ্খলার বিষয়টি দেখতে হবে। অনেক সংখ্যালঘু নির্যাতনের শিকার হচ্ছেন। দেশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজী অব্যাহত রয়েছে। প্রশাসন গতিশীল না হলে মানুষ বর্তমান সরকারের প্রতি আস্থাহীন হয়ে পড়বে। সুষ্ঠু গণতন্ত্র নিশ্চিত করে অবাধ সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন দিতে হবে।
এসময় জনসভায় উপস্থিত ছিলেন যশোর জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি এ্যাড. আবুল হোসেন, সাধারণ সম্পাদক ইলাহদাদ খান, সহ-সাধারণ সম্পাদক
আমিনুর রহমান হিরু, সাবেক সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, সদস্য আব্দুর রহিম প্রমুখ।