সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধোপাকান্দিতে দুর্বৃত্তদের হামলায় সবুজ আলী শেখ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সবুজ সলঙ্গা থানার রশিদপুর পূর্ব পাড়া গ্রামের আব্দুস সালাম শেখের ছেলে সবুজ আলী শেখ। তিনি মুন্সিগঞ্জ আকিজ গ্রুপে চাকরী করতেন। সে গত ১০ দিনের ছুটিতে বাড়িতে এসেছিলেন।
শুক্রবার রাত আড়াইটার দিকে সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকায় ন্যাশনাল ফুড ভিলেজ এর সামনে ইটভাটার পাশে এ হামলার ঘটনা ঘটে।
নিহত সবুজের ভাই ও সাবেক ইউপি সদস্য মোহাব্বত আলী শামীম জানায়, বরেদ্র এক্সপ্রেস এর চেকার হিসেবে সবুজের ভাই ফিরোজ কাজ করতো। ফিরোজ অসুস্থ্য থাকায় তার ছোট ভাই সবুজ অবর্তমানে দায়িত্ব পালন করছিল। শুক্রবার ভোররাত ২ টা ১৫ মিনিটের দিকে সবুজের সাথে কথা হয় তার ভাই ফিরোজের । এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। তখন অন্য গাড়ির চেকারদেরকে জানালে তারা ধোপাকান্দি ইটভাটার পাশে আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সলঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজউদ্দিন আহম্মেদ বলেন, শুক্রবার সকালে খবর পেয়ে নিহত সবুজের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার মাথায় ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।