মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ভেঙ্গে একটি জায়গার নতুন নামকরণ করেছে ফুলকলি মোড় জামায়াত চত্তর।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া। এতে করে মহান মুক্তিযুদ্ধকেও অপমান করা হয়েছে বলেও মনে করছেন অনেকে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পাইনাদি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বেশ কয়েক বছর আগে ওই এলাকার প্রধান সড়কের মোড়ে স্থানীয় মুক্তিযুদ্ধের সমন্বয়ে একটি মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ স্থাপন করে নাম দেওয়া হয় মুক্তিযুদ্ধ চত্ত্বর। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় পরে গত কয়েকদিন আগে জামায়াত ইসলামের কয়েকজন কর্মী ওই মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভটি ভেঙ্গে ফেলে। পরে ওখানে ফুলকলি মোড় জামায়াত নগর লিখে একটি সাইনবোর্ড ঝুলান। সৌজন্যে লেখা রয়েছে আব্দুস সোবহান মাস্টার। এই ঘটনায় পাইনাদি এলাকার সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেন।
স্থানীয়রা বলেন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনা। মুক্তিযুদ্ধের কারনে আমরা স্বাধীন দেশ পেয়েছি। কিন্তু রাজনীতি নিয়ে বাড়াবাড়ি করে তারা মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলবে এটা কেমন কথা। এটা খুবই দুঃখ জনক ঘটনা। এই বিষয়টি আমরা মেনে নিতে পারছি না। তারা মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভটিকে পুর্বের রূপে দেখতে চান এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
স্থানীয় কয়েকজন বীর মুক্তিযোদ্ধা বলেন, আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি। তারা আমাদেরকে এখন অসম্মান করছে, যা আমরা মুক্তিযোদ্ধাদের কলিজায় আঘাত লাগে। যা ভাষায় প্রকাশ করতে পারছি না। একেকজন একেক দলে রাজনীতি করতে পারে, তাই বলে মুক্তিযুদ্ধের উপর কেন এমন অবিচার হবে? এসব করার মানে হচ্ছে কিছু কুচক্রী মহল চাচ্ছে মুক্তিযোদ্ধাদের ইতিহাস মুছে দিতে। তাই আমরা বলতে চাই আপনারা যা করতেছেন তা স্বাধীন বাংলাদেশে কাম্য নয়।