জাতীয় সাংবাদিক সংস্থা যশোরের শার্শা উপজেলা শাখার সম্মানিত (সভাপতি) ও মেসার্স রাজা বাদশা মানি চেঞ্জারের এর (স্বত্বাধিকারী) আলহাজ্ব এইচ এম আবুল বাশার হাওলাদার কে নিয়ে, এক ধরনের টাউট চাদা বাজ লোক। তাকে নিয়ে সমাজের একটি অসামাজিক /কুচক্রী মহল বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য ফেইসবুক ফেইক আইডি sorna Islam ও Md Runa আইডি হতে বিদ্রুপ লেখা লেখি বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে ,জাতীয় সাংবাদিক সংস্হা শার্শা উপজেলা শাখার নজরে আসলে জেএসএস উপজেলা কমিটি সহ বিভিন্ন মহলে খোবের বহিঃপ্রকাশ ঘটে,যেটি একজন সভ্য সমাজের মানুষের দ্বারা মানায় না। কারন তিনি জাতীয় সাংবাদিক সংস্থা শার্শা উপজেলা শাখার সভাপতি , শুধু তাই নয়, তিনি সমাজের এবং সামাজিক ভাবে একজন সম্মানিত মানুষ, সদজন,সুধিজন,সামাজিক ন্যায় পরায়ন ব্যাক্তিত্ব ।
তাকে নিয়ে sorna Islam এবং Md Runa দুটি ফেক আইডি থেকে যে বাজে মন্তব্য লিখে তাহাকে হেও প্রতিপর্ন করছে, আমরা এই ধরনের বাজে মন্তব্যের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে এই ধরনের ফেসবুক আইডির বিরুদ্ধে আইননুগ ব্যাবস্হা গ্রহনের জোর দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্হা শার্শা উপজেলা শাখার সকল সাংবাদিক বৃন্দ।
জাতীয় সাংবাদিক সংস্থার শার্শা উপজেলা শাখার সভাপতি বলেন, আমরা বিরুদ্ধে যে ব্যক্তি এই সকল মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তাদেরই বিরুদ্ধে আইনানুগ ভাবে মানহীন মামলা সহ আইনগত যে ব্যবস্থা আছে আমি নেব।