লালমনিরহাট সদরের বড়বাড়ীতে, প্রমিলা ফুটবল একাডেমি পাটগ্রাম ও বড়বাড়ী কলেজ পাড়া ফুটবল একাডেমির এক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাটের সাবেক ফুটবলার মোঃ আবুল কালাম আজাদ। লালমনিরহাট সদরের বড়বাড়ি বাজারে বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম মান্না।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,তালুক মৃত্তিঙ্গা বিএম কলেজের অধ্যক্ষ এ,বি,এম ফিরোজ সিদ্দিকী আপেল। উল্লেখ্য যে, উক্ত প্রীতি ম্যাচে ৩ , ০ গোলের বিনিময়ে প্রমিলা ফুটবল একাডেমি পাটগ্রাম বিজয়ী হয়।