শিরোনাম
কুরিয়ার সার্ভিস কাভার্ড ভ্যান থেকে তিন কোটি টাকার ভারতীয় শাড়ী আটক কুড়িগ্রামে মহানবী (সা.)-কে নিয়ে কটুক্তি, যুবক গ্রেফতার নওগাঁয় নৌকা শোভাযাত্রার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমনিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে পথ নাটক প্রদর্শনী অনুষ্ঠিত কোটালীপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত আজ মর্ত্য ছাড়বেন দুর্গতিনাশিনী আজ থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা-বাজারজাত নিষিদ্ধ তাঁতিবাজারে পূজামণ্ডপের কাছে ছিনতাইয়ের ঘটনায় মামলা সংসদ সচিবালয়ের যুগ্মসচিব কিবরিয়া মজুমদার বিজিবির হাতে আটক নওগাঁয় টাস্কফোর্স অভিযানে ৭ ব্যবসায়ীকে জরিমানা নওগাঁয় পরিবেশ উন্নয়ন সংস্থার দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন চরফ্যাশনে স্পোকেন ইংলিশ ও ক্যারিয়ার ডেভলপমেন্ট শীর্ষক সেমিনার ও্র বৃক্ষ রোপণ কর্মসূচী বিজিবির আঞ্চলিক অধিনায়কের পুজা উপলক্ষ্যে বিএসএফকে মিষ্টি উপহার বাসাবাড়িতে আপাতত গ্যাস সংযোগ দেওয়া হবে না : উপদেষ্টা গাজায় নিহতের সংখ্যা ৪২,১৭৫ কোটালীপাড়ায় দুর্গাপূজার আনসার নিয়োগে ঘুষ গ্রহণের অভিযোগ কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ১ জন জেল পলাতক আসামি গ্রেফতার। পূর্বাচলে প্লটের দাবিতে ক্ষতিগ্রস্ত আদিবাসীদের অবরোধ-বিক্ষোভ কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করলেন রাজস্ব বোর্ডের কমিশনার অরুণ কুমার বিশ্বাস
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৫:৪১ অপরাহ্ন

এখন তিনি কোথায়? ভাঙল মায়ার ত্রাসের রাজত্ব!

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সাবেক সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বাংলাদেশের রাজনীতিতে ছিলেন খুবই আলোচিত ব্যাক্তি।

বিগত আওয়ামী সরকারের আমলে ঢাকার রাজনৈতিক গডফাদার হিসেবও খ্যাতি ছিলো তার। বিশেষ করে ২০১৪ সালের নির্বাচনের আগে বিএনপির ডাকা ‘মার্চ ফর ডেমক্রেসি’ কর্মসূচিকে রুখে দিতে বিশেষ ভূমিকা রেখেছিলেন তিনি। ওই দিন তিনি ঘাড়ে গামছা নিয়ে অবস্থান করছিলেন গুলিস্তানে আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে। ওই দিন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, ঘাড়ে গামছা রাখার রহস্য কী? জবাবে তিনি ‘মার্চ ফর ডেমক্রেসি’ কর্মসূচিকে কটাক্ষ করে বলেছিলেন, বিএনপি নেত্রী ‘মার্চ ফর ডেমক্রেসি’র জন্য জনগণকে আহ্বান করেছেন, তাই ভয়ে বাসা থেকে গামছা নিয়ে এসেছি, যদি পালাতে হয়, তাহলে গামছা পরে পালাবো। সরকার পতনের পর ঢাকাইয়া এই রাজনৈতিক মাফিয়াকে নিয়ে শুরু হয়েছে নতুন করে আলোচনা। সেই আলোচনায় ঘুরে ফিরে একটি প্রশ্নই এখন সবার মুখে মায়া চৌধুরী এখন কোথায়? এ নিয়ে চায়ের দোকান থেকে শুরু করে রাজপথের আনাচে-কানাচে চলছে নানা রকম মুখরুচক গল্প। কেউ বলছেন, তিনি বিদেশে পালিয়ে গেছেন, কেউ বলছেন, তিনি দেশেই আছেন, কেউ কেউ বলছেন, তিনি বিএনপির কোন নেতার শেল্টারে আছেন। তবে এসব রহস্যের জট তখনই খুলবে যখন জনসম্মুখে আনা হবে মায়া চৌধুরীকে। সেই দিনের সেই নিউজ হেড লাইনটি হয়তো হবে ‘টক অব দ্য কান্ট্রি’। তবে সে যা-ই হোক ‘টক অব দ্য কান্ট্রি’ হওয়ার আগেই দেখে নেয়া যাক কী আছে মায়া চৌধুরীর আমলনামায়।

সূত্র মতে, সাবেক মন্ত্রী মায়া চৌধুরী দুর্নীতির অভিযোগে দুদকের মামলায় ১৩ বছরের সাজা প্রাপ্ত হয়েও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহারে খালাস পান। সাজাপ্রাপ্ত আসামী হয়েও তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মনোনীত হন। ফৌজদারি মামলায় কেউ দুই বছর বা এর অধীক দণ্ডপ্রাপ্ত হলে নির্বাচনে অযোগ্য হবেন মর্মে উচ্চ আদালতের রায় থাকলেও সরকার দলীয় ক্ষমতাবলে মামলা থেকে খালাস নিয়ে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় সংসদ সদস্য বনে যান তিনি। এর আগে ২০১৪-২০১৯ সাল পর্যন্ত তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ে মন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন। মন্ত্রিত্ব পেয়ে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে নিজের আধিপত্য বিস্তার করে চালান অসহনীয় মাত্রায় দুর্নীতি ও লুটপাট। গড়ে তুলেন অবৈধ সম্পদের পাহাড়। নারায়ণগঞ্জের আলোচিত ৭ মার্ডারের মূল হোতা ছিলেন মায়া চৌধুরীর জামাতা তৎকালীন র‌্যাব-১১ এর কমান্ডিং অফিসার তারেক সাঈদ। হাসিনা সরকারের পতনের পর নারায়ণগঞ্জের আলোচিত সেই ৭ মার্ডার পুনঃতদন্ত হবে বলেও জানা গেছে। এছাড়াও মায়ার ক্ষমতাকে পুঁজি করে তার দুই ছেলে প্রয়াত দিপু চৌধুরী ও রনি চৌধুরী গড়ে তুলেছিলেন অপরাধের সম্রাজ্য। রাজধানীতে হত্যা, চাঁদাবাজি ও দখলদারিত্বের অনেক অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
প্রয়াত দীপু চৌধুরীর নেতৃত্বে এক সময় উত্তরা ফ্রেন্ডস ক্লাব দখলে ছিল। ওই ক্লাবের আধিপত্য ও জমি দখল নিয়ে ২০০০ সালের দিকে তিতাস নামের একজনকে হত্যা করা হয়। দীপু চৌধুরী এ হত্যাকাণ্ডে জড়িত বলে অভিযোগ ছিলো। তখন দীপু চৌধুরীসহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা হয়। তার পরও দিপু ছিলেন ধরাছোঁয়ার বাইরে। দলীয় প্রভাব খাটিয়ে দীপুকে রক্ষা করেন তখনকার প্রতিমন্ত্রী বাবা মায়া চৌধুরী। এছাড়াও ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাজধানীর উত্তরায় ঠিকাদার তরাজউদ্দিন খুনের ঘটনায় মায়ার প্রয়াত ছেলে দীপু চৌধুরীর সম্পৃক্ততা পাওয়া যায়। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এলে দীপু চৌধুরী ও তার ছোট ভাই রনি চৌধুরী আবার মাথাচাড়া দিয়ে ওঠেন। পাল্টে যায় দৃশ্য পট। আঙুল ফুলে কলাগাছ হওয়ার মতো অল্প সময়েই বিপুল অর্থসম্পদের মালিক হয়ে যান তারা। তাদের বোনের স্বামী তারেক সাঈদ র‌্যাবে থাকার সময় তাকে ব্যবহার করে দীপু ও রনি অনেক কাজ করিয়ে নেন। নারায়ণগঞ্জে ৭ খুনের পর দীপু ও রনিকে জড়িয়ে তখন অনেক খবরও প্রকাশিত হয়েছিল।

মায়া চৌধুরীর সংসদীয় আসন চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) এর মানুষগুলো ছিল তার পরিবার (চৌধুরী পরিবারের) কাছে জিম্মি। সাধারণ মানুষের জমি দখল থেকে শুরু করে, চাঁদাবাজি, হত্যা, গুম এমনকি অপহরণের মতো জঘন্য কাজও করতো মায়া বাহিনী ও তার পরিবার। মতলব উত্তরে আলোচিত লিয়াকত হত্যা মামলার সাথে মায়ার সম্পৃক্ততা ছিল বলে অভিযোগ উঠে। মায়ার ক্ষমতা থাকাকালীন সময়ে তার অত্যাচারের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস করতো না। কথা বললেই শিকার হতে হতো হামলা-মামলার। এই পরিবারের আরেক সদস্য মায়া চৌধুরীর নাতি মাহি চৌধুরীর। তার নেতৃত্বে গড়ে তোলা হয় বিশাল ক্যাডার বাহিনী। মায়া ও তার পরিবারের বিরুদ্ধে কেউ কোন কথা বললেই তার ওপর চলত মধ্যযুগীয় কায়দায় নির্যাতন। মায়া মতলবে এতটাই ক্ষমতার আধিপত্য বিস্তার করেছিলেন যে, সদ্য সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের কোন নেতাকর্মীও তার অন্যায় সিদ্ধান্তের বাহিরে কথা বলতে পারতেন না। তার সিদ্ধান্তেই নির্বাচিত হতো উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানসহ সকল জনপ্রতিনিধি। জানা যায়, ২ কোটিতে উপজেলা চেয়ারম্যান এবং ১ কোটিতে ইউপি চেয়ারম্যান বানাতেন তিনি। এছাড়াও দলীয় পদ-পদবী বিক্রির বিস্তর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মায়া তার নির্বাচনী এলাকা মতলব উত্তর-দক্ষিনে তার ও তার পরিবারের একক আধিপত্য বিস্তারের জন্যে ভিন্ন রাজনৈতিক দলীয় বিএনপি জামায়াতের নেতাকর্মীদের মামলা দিয়ে কোনঠাসা করে রাখতেন। সঠিকভাবে করতে দেননি তাদের দলীয় কোন কার্যক্রম।
মায়া বাহিনীর নির্যাতনের শিকার সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আশরাফুর রহমান বাবু বলেন, আমি বিএনপির রাজনীতি করার কারণে মায়া বাহিনী আমার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলে পাঠিয়েছে। আমাকে সহ বিএনপির অনেক নেতাকর্মীকে হয়রানি করেছে মায়া বাহিনী। তিনি বলেন আমরা প্রতিহিংসা মূলক রাজনীতিতে বিশ্বাস করিনা, আমি বিএনপির রাজনীতি করি এটা আমার অপরাধ নয়, একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল থাকবে, ভিন্ন মতাদর্শীয় লোক থাকবে, তাই বলে ভিন্ন রাজনৈতিক দল ভিন্ন মতাদর্শীয় লোকের উপরে কেন এমন হামলা ও মামলা হবে। মায়া বাহিনী মতলবে তাদের একক আধিপত্য বিস্তারের জন্য বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষের উপরে যে নির্যাতন চালিয়েছে এদেশের জনগণ তাদের বিচার করবে।

অভিযোগ রয়েছে চাঁদপুরের মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের যে সিন্ডিকেট রয়েছে তার মূল হোতা সাবেক শিক্ষা মন্ত্রী দীপু মনি ও মায়া চৌধুরী। অবৈধ বালু উত্তোলনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞার রায় থাকা সত্বেও দীপু মনি ও মায়া চৌধুরী অবাধে মেঘনা নদী থেকে বালু উত্তোলন করাতে থাকেন। তারা দুইজন এমন বিশাল সিন্ডিকেট তৈরি করেছিলেন যে কোনভাবেই অবৈধ বালু উত্তোলন বন্ধ হয়নি, হাতিয়ে নিয়েছেন হাজার হাজার কোটি টাকা। মেঘনায় এই অবৈধ বালু উত্তোলনের ফলে ঝুঁকিতে রয়েছে মেঘনা-ধনাগদা সেচ প্রকল্পসহ ৬৮ কিলোমিটারের মতলব উত্তরের বেরিবাধ।
গত ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর সাবেক শিক্ষা মন্ত্রী দীপু মনি গ্রেফতার হলেও এখনো ধরা ছোঁয়ার বাহিরে মায়া। বিভিন্ন সূত্র বলছে, মায়া দেশেই আত্মগোপনে কোথাও পালিয়ে আছেন। বিশ্বস্ত একসূত্র বলছে দুর্নীতির মাধ্যমে মায়া যে অর্থ লুটপাট করেছে সেগুলো তিনি আগেই দেশের বাহিরে পাচার করে দিয়েছেন। হাসিনা সরকার পতনের পর মায়াসহ আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীদের বিরুদ্ধে পুনরায় দুদুকে মামলা হয়েছে। এছাড়াও মতলব উত্তরে মায়ার বিরুদ্ধে একাধিক মামলার খবর পাওয়া গেছে। মায়ার দেশের সকল অবৈধ সম্পদের দেখভাল করেন তার পিএস মামুন (কুত্তা মামুন)। বর্তমানে মামুনও আত্মগোপনে আছেন। এ পরিস্থিতিতে মতলববাসী স্বস্তিতে ফিরলেও প্রশ্ন এখন কোথায় আছেন তিনি।


এই বিভাগের আরও খবর