শিরোনাম
কুরিয়ার সার্ভিস কাভার্ড ভ্যান থেকে তিন কোটি টাকার ভারতীয় শাড়ী আটক কুড়িগ্রামে মহানবী (সা.)-কে নিয়ে কটুক্তি, যুবক গ্রেফতার নওগাঁয় নৌকা শোভাযাত্রার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমনিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে পথ নাটক প্রদর্শনী অনুষ্ঠিত কোটালীপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত আজ মর্ত্য ছাড়বেন দুর্গতিনাশিনী আজ থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা-বাজারজাত নিষিদ্ধ তাঁতিবাজারে পূজামণ্ডপের কাছে ছিনতাইয়ের ঘটনায় মামলা সংসদ সচিবালয়ের যুগ্মসচিব কিবরিয়া মজুমদার বিজিবির হাতে আটক নওগাঁয় টাস্কফোর্স অভিযানে ৭ ব্যবসায়ীকে জরিমানা নওগাঁয় পরিবেশ উন্নয়ন সংস্থার দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন চরফ্যাশনে স্পোকেন ইংলিশ ও ক্যারিয়ার ডেভলপমেন্ট শীর্ষক সেমিনার ও্র বৃক্ষ রোপণ কর্মসূচী বিজিবির আঞ্চলিক অধিনায়কের পুজা উপলক্ষ্যে বিএসএফকে মিষ্টি উপহার বাসাবাড়িতে আপাতত গ্যাস সংযোগ দেওয়া হবে না : উপদেষ্টা গাজায় নিহতের সংখ্যা ৪২,১৭৫ কোটালীপাড়ায় দুর্গাপূজার আনসার নিয়োগে ঘুষ গ্রহণের অভিযোগ কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ১ জন জেল পলাতক আসামি গ্রেফতার। পূর্বাচলে প্লটের দাবিতে ক্ষতিগ্রস্ত আদিবাসীদের অবরোধ-বিক্ষোভ কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করলেন রাজস্ব বোর্ডের কমিশনার অরুণ কুমার বিশ্বাস
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৬:৩২ অপরাহ্ন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক সম্মেলন ভারতে, ঢাকায় আসছেন না পুতুল

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশ্ব স্বাস্থ্য অধিশাখার যুগ্ম সচিব মো. মামুনুর রশীদ গতকাল রবিবার বলেন, সম্মেলনটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কার্যালয়ের। আগামী মাসে ঢাকায় হওয়ার কথা ছিল। এখন সম্মেলনটি হবে ভারতে তাদের কার্যালয়ে।

নয়াদিল্লি থেকে কূটনৈতিক একটি সূত্র জানায়, আগামী ১৪ থেকে ১৮ অক্টোবর নয়াদিল্লিতে সম্মেলনটি হবে।

শেখ হাসিনা গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে যান। সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। দিল্লিতে সরকারি ব্যবস্থাপনায় কড়া নিরাপত্তায় রয়েছেন তাঁরা।

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাজের দেখভাল করে দিল্লিভিত্তিক আঞ্চলিক দপ্তরটি। এর প্রধান হিসেবে পাঁচ বছরের জন্য আঞ্চলিক পরিচালক নির্বাচিত হন পুতুল।

বাংলাদেশের কয়েকজন কূটনীতিক বলেন, আন্তর্জাতিক পর্যায়ে যাতায়াতে সায়মা ওয়াজেদ পুতুলের জাতিসংঘের ভ্রমণ দলিল ব্যবহার করার কথা, যা সাধারণভাবে জাতিসংঘ পাসপোর্ট হিসেবে গণ্য হয়। জাতিসংঘের কর্মকর্তা হিসেবে বিভিন্ন ক্ষেত্রে তাঁর বিশেষ আইনি ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ীই এই প্রাপ্যতায় হেরফের করার সুযোগও আছে।

দিল্লির এক কূটনীতিক বলেন, সম্মেলনের স্থান বদল হওয়ায় পুতুলের ঢাকায় যাওয়ার আপাতত কোনো সম্ভাবনা দেখছেন না তাঁরা। তিনি বলেন, অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা নিজের দেশে কূটনৈতিক ছাড় নাও পেতে পারেন। বিষয়টি নির্ভর করে তাঁর প্রতি সংশ্লিষ্ট দেশের সরকারের দৃষ্টিভঙ্গি ও তাঁকে জড়িয়ে অভিযোগের ধরন কী, তার ওপর।

সূত্র : আজকের পত্রিকা

 

 


এই বিভাগের আরও খবর