মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ইউএনও হস্তক্ষেপে খালের বাঁধ উচ্ছেদ করা হয়েছে। বালুয়াকান্দি ইউনিয়নে বড় রায়পাড়া ও আড়ালিয়া, মুদারকান্দি গ্রাম সংলগ্ন খালে বাঁধ দিয়ে অবৈধ ভাবে মাছ শিকার করছিল প্রভাবশালী একটি মহল। এতে কচুরিপানা জমিতে আটকে থাকায় বোরো ধানের চাষ অনিশ্চিত হয়ে পড়েছিল।
খবর পেয়ে খাল পরিদর্শনে ছুটে যান গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার। খাল থেকে বাঁধ উচ্ছেদের সময় বেঁধে দেন। এরই পরিপ্রেক্ষিতে দীর্ঘ বছরের খালের বাঁধ শুক্রবার সকালে উচ্ছেদ করা হয়। এতে জমিতে আটকে পড়া কচুরিপানা বেড় হতে শুরু করে। ফলে ওই এলাকার শতশত চাষিরা খুশি হয়ে তারা ধন্যবাদ জ্ঞাপন করেন।
স্হানীয়রা জানান, এ বাধের ভিতরে বড় রায়পাড়া, আড়ালিয়া ও মুদারকান্দি এই তিন গ্রামের প্রায় তিনশ বিঘা জমি রয়েছে। বাঁধ থাকা আমরা সঠিক ভাবে সঠিক সময়ে ফসল ফলাতে পারিনি। এখন আমরা খুশি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনূর আক্তার জানান,
এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে গত ৪ই সেপ্টেম্বর খাল পরিদর্শনে যাই এবং ঘের সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়। তার প্রেক্ষিতে শুক্রবার খাল দখলমুক্ত হয়।