রক্তাক্ত জুলাইয়ের শহীদদের নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবিতে যশোরে শহীদী মার্চ পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
বৃহঃস্পতিবার বিকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর শাখার উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের সিভিল কোর্ট মোড়, প্রেসক্লাব, চৌরাস্তা, দড়াটানা হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর’র সমন্বয়ক রাশেদ খানের নেতৃত্বে মিছিলে পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
মিছিল শেষে বক্তারা বলেন, জুলাই এবং আগস্টে স্বৈরাচার সরকার হটাতে গিয়ে যারা আহত এবং নিহত হয়েছেন তাদের তালিকা তৈরি করতে হবে। পাশাপাশি যারা অসুস্থ রয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। এবং এ আন্দোলনে শহীদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করতে হবে।