কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে সারাদেশের ন্যায় চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্রদের উদ্যোগে ‘শহিদি মার্চ’ অনুষ্ঠিত হয়েছে।
০৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম শিক্ষার্থী এইচ এম তামিম মির্জা’র নেতৃত্বে লোহাগাড়ায় এ ‘শহিদি মার্চ’ অনুষ্ঠিত হয়।
এইচ এম তামিম মির্জা’র নেতৃত্বে ‘শহিদি মার্চ’ এর র্যালিটি উপজেলার চৌধুরী প্লাজা থেকে শুরু হয়ে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অবস্থান নেন।
উক্ত শহিদি মার্চে আরো উপস্থিতি ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শিক্ষার্থী, সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমান, সৃজন সাকিবসহ লোহাগাড়ার সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দ।
এসময় এইচ এম তামিম মির্জা তার বক্তব্যে জানান, যারা এখন বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত আছে, যারা বিভিন্ন রূপে অরাজকতা সৃষ্টি করতে চাই কাউকে ছাড় দেওয়া হবেনা। যেকোন মুহুর্তে ছাত্রজনতা এক হয়ে রুখে দাঁড়াবে। তিনি আরও জানান, জীবন বাজি রেখে বাংলাদেশকে স্বাধীন করেছি গরীব-দুঃখি, মেহনতি মানুষের মুখে হাঁসি ফুটানোর জন্য।
কর্মসুচির শেষে সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত ঘোষণা করা হয়।