যশোরে আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ এবং আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের যৌথ উদ্যোগে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে যশোর’র পুলেরহাটস্থ আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ ক্যাম্পাসে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেডিকেল কলেজ’র উপদেষ্টা অধ্যাপক ডা. গোলাম মুক্তাদির। বিশেষ অতিথি ছিলেন, মেডিকেল কলেজ’র অধ্যক্ষ অধ্যাপক ডা. গিয়াস উদ্দিন, পরিচালক ডা. ইমদাদুল হক, অধ্যাপক ডা. এস এম আবু আহসান ও আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার’র পরিচালক ফজলুল হক।
খেলায় ১-০ গোলে বিজয়ী হয় মেডিকেল কলেজ একাদশ। মেডিকেল কলেজ’র পক্ষে একমাত্র গোলটি করেন উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সঞ্জয় সাহা। ৩০ মিনিটের খেলায় প্রথমার্ধের পাঁচ মিনিটের মাথায় গোলটি করেন তিনি। পরবর্তীতে ওয়েলফেয়ার সেন্টার একাদশ বারবার আক্রমন করেও গোল দিতে ব্যর্থ হন।
খেলায় রেফারি হিসেবে ছিলেন আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজের সেক্রেটারি সুব্রত বসাক এবং আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের কর্মকর্তা আশিকুর রহমান।
আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার’র বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রীগণ উপস্থিত থেকে প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করেন।
এধরনের প্রীতি ফুটবল খেলার আয়োজন করায় আনন্দ প্রকাশ করে অনুভূতি ব্যক্ত করেন উভয় দলের খেলোয়াড় এবং আয়োজকবৃন্দ।
খেলা শুরুর আগে নীল এবং সবুজ জার্সি গায়ে উভয় দল এবং আয়োজকরা ফটো সেশনে মিলিত হন।