বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ঐদিন সারা দেশে বিক্ষুব্ধ জনতার রোষানলের পড়ে পুলিশ সদস্যরা। সারা দেশের নেয় সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানায় অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুর করা হয়, লুটে নেওয়া হয় ১০ টি অস্ত্র-গুলিসহ বিভিন্ন জিনিসপত্র।
এবিষয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ বিভিাগ থেকে এক বার্তায় জানানো হয়, কারো কাছে এ ধরনের অস্ত্র ও গোলাবারুদ থাকলে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে নিকটস্থ থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলে শেষ দিনেও কোন অস্ত্র জমা দেয়নি হাটিকুমরুল হাইওয়ে থানায় । বুধবার থেকে সারাদেশের লুণ্ঠিত বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধারে নামবে যৌথ বাহিনী, কোন ব্যক্তির কাছে এ ধরনের অস্ত্র ও গোলাবারুদ রক্ষিত থাকলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ ওয়াদুদ বলেন, আমাদের থানা থেকে ১০ টি অস্ত্র লুট হয়েছে এখন পর্যন্ত কোন অস্ত্র জমা পাইনি।