রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় করে জাতীয় পার্টির প্রতিনিধি দল।
একই ব্যক্তি যাতে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী না হন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সেই প্রস্তাব দিয়েছে জাতীয় পার্টি। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় করে এই প্রস্তাবসহ বিভিন্ন প্রস্তাব দেয় দলটি।
দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে দলটির পাঁচ নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় সভা করেন। রাত পৌনে আটটার দিকে মতবিনিময় শেষ হয়।
সভা শেষে বেরিয়ে যাওয়ার সময় গোলাম মোহাম্মদ কাদেরের সঙ্গে গণমাধ্যমকর্মীরা কথা বলতে চাইলেও তিনি কথা বলতে রাজি হননি। পরে দলটির পক্ষ থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুজিবুল হক। এ সময় তিনি বলেন, ‘মতবিনিময় সভায় দলের চেয়ারম্যান বলেছেন ভালো ভোটে নির্বাচিত হলেও সরকারগুলো যেসব কাজ করেন না, আপনারা অকুণ্ঠ সমর্থনে এসেছেন, দেশের মানুষ আশা করে যেসব কাজ নির্বাচিত সরকার করতে পারে না, সেসব কাজ আপনারা করবেন।’ তারা বিচার বিভাগের সংস্কারসহ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা, একই ব্যক্তি দুই বারের বেশি প্রধানমন্ত্রী না হন, দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে আরও উন্নত হয়, পুলিশকে সক্রিয় করার কথাও প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছেন।
মুজিবুল হক বলেন, ‘সংস্কারগুলো করে অন্তবর্তী সরকার নির্বাচন নিয়ে চিন্তা করতে পারে। আগে সংস্কারগুলো করা হোক। এটা করতে গিয়ে যতটুকু সময় লাগে জাপা সমর্থন করবে।’