বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে কনসার্ট আয়োজন করছে দেশের বিভিন্ন ব্যান্ডের শিল্পীরা। সেসব কনসার্টের পারিশ্রমিক ছাড়াই অংশ নিতে দেখা যাচ্ছে দেশের জনপ্রিয় শিল্পী ও ব্যান্ডগুলোকে। তারই ধারাবাহিকতায় নওগাঁয় কনসার্টের আয়োজন করা হয়েছে।
গত (৩০ আগস্ট) শুক্রবার সন্ধ্যায় শহরের মুক্তির মোড় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে উন্মুক্ত কনসার্ট এর আয়োজন করে নওগাঁ জেলা বাদ্যযন্ত্র শিল্পী ও কন্ঠশিল্পী বৃন্দ। এই আয়োজনে প্রায় ১৯ হাজার টাকা সংগ্রহ করে তারা।
যাযাবর ব্যান্ডের শিল্পী খাদেমুল ইসলাম ক্যাপ্টেন বলেন, মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমরা শুধু মাত্র চেষ্টা করেছি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবার। সে জন্য আমরা জেলার সব কন্ঠশিল্পীরা এগিয়ে এসেছি। বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে কনসার্টের আয়োজন করেছি আমরা, যেখানে দেশের সুনামধন্য শিল্পীরা অংশগ্রহণ করেছেন। বিভিন্ন বুথ খোলা হয়েছে যেখানে মানুষ গান শুনার পাশাপাশি নগদ অর্থ প্রদান করছে। ১৯৭১ সালেও আমরা কন্ঠ যোদ্ধারা গান গেয়ে সে সময় দেশর মুক্তি যোদ্ধাদের অনুপ্রেরণা জাগিয়েছি আমরা সব সময় দেশের ক্লান্তি নগ্নে পাশে ছিলাম এখনো বন্যার্তদের পাশে আছি।
শিল্পী ডি এম বলেন, দেশের মানুষের পাশে একজন শিল্পী হিসেবে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে আমরা নগদ অর্থ সংগ্রহ করছি সন্ধ্যা থেকে। এই সংগ্রহ অর্থের সাথে আমাদের ব্যান্ডসহ আরো কিছু ব্যান্ডের শিল্পীরাও নগদ অর্থ দিয়ে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবো আমরা।