বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের বিরুদ্ধে গোপালগঞ্জ আদালতে দায়েরকৃত মানহানির মামলা থেকে খালাস দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৭ আগষ্ট) গোপালগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া এই খালাস প্রদানের আদেশ দেন।প্রায় ১৪ বছর পর মামলা থেকে তারেক রহমানকে খালাস২০১৪ সালের ১৭ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান আওয়ামী লীগকে নিয়ে কুটুক্তি করায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি আব্দুল হামিদ বাদী হয়ে ওই বছরের ২১ ডিসেম্বর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মানহানি মামলা দায়ের করেন।