পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব পালিত।সোমবার সকালে শ্রীশ্রী গৌরীশঙ্কর গোশালা সোসাইটি অঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে ও পূজা উদযাপন পরিষদের জেলা কমিটির সভাপতি শ্রী হীরালাল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মহোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ কর্মসূচির উদ্বোধন করেন। উৎসবের শুরুতে গীতাপাঠ ও মঙ্গল প্রদীপ প্রজ্বলন করা হয়।পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা ফেরদৌস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভপতি বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র কুমার রায়,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি শ্রী গুরুচরণ রায়,ইসকন সভাপতি শ্রীমান মহাকৃষ্ণ প্রেমদাস ব্রক্ষ্মচারী সহ অন্যান্যরা। পরে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।