বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সরকারি বাসভবন যমুনার আশপাশের এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এ সিদ্ধান্তের পর অন্তর্বর্তী সরকারকে খোঁচা দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।
গতকাল রাতে সচিবালয়ে আনসার সদস্যদের সঙ্গে ঢাকা বিশ্ববিধ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর রবিবার (২৫ আগস্ট) দিবাগত রাতে ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক গণ-বিজ্ঞপ্তিতে সভা সমাবেশ নিষিদ্ধের এ তথ্য জানানো হয়।এদিকে সোমববার (২৬ আগস্ট) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জয় আনসারকাণ্ডের বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে একটি স্ট্যাটাস পোস্ট করেছেন।
এসময় জয় তার পোস্টে লেখেন, সচিবালয়ের আশেপাশে বিক্ষোভ নিষিদ্ধ করার জন্য আমাদের বুদ্ধিজীবীরা আমাদের আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছেন। তারপরও দুই সপ্তাহের মধ্যে এই অন্তর্বর্তীকালীন প্রশাসনকে সেখানে সব সমাবেশ নিষিদ্ধ করতে হয়েছে। দায়িত্বে না থেকে সমালোচনা করা সহজ। ক্ষমতায় থাকা এবং শাসন করা একেবারেই আলাদা ব্যাপার।