শিরোনাম
বাড়তে পারে রাত ও দিনের তাপমাত্রা নাইকো মামলায় খালেদা জিয়াসহ সব আসামি খালাস মহেশখালীতে এক্সিলারেট এনার্জি ও হোপ ফাউন্ডেশনের যৌথ উদ্যেগে হোপ হসপিটাল উদ্বোধন অসহায় গৌরদাসের পাশে ইউএনও মঈনুল হক নিলামে উঠছে সাবেক এমপিদের বিলাসবহুল ২৪ গাড়ি যাদের দোয়া কবুল হয় না নওগাঁ সরকারি কলেজে মেলা পলকের স্ত্রীর ২৮ বিঘা জমি জব্দ ও ১৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ গুম-আয়নাঘর শেখ মুজিবের আমল থেকেই শুরু : মাহফুজ আলম রমজানে রাজধানীর ২৫ স্পটে সুলভে মিলবে মাংস-ডিম-দুধ গভীর রাতে মশাল মিছিল, দিনের বেলা লাপাত্তা আওয়ামী লীগের দূর্গে পালিত হয়নি হরতাল বিশ্বে বাংলাদেশকে নতুন মর্যাদা দিলেন ড. ইউনূস ধর্ষণ মামলায় টিকটকার প্রিন্স মামুনের জামিন মঞ্জুর শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ এপ্রিলের মধ্যে দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের ৭৪ কোটি ৩১ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করল কুষ্টিয়া ৪৭ বিজিবি তিস্তার ন্যায্য পানি আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে: মির্জা ফখরুল নওগাঁয় ছাত্র শিবিরের দুইদিন ব্যাপী প্রকাশনা উৎসব শুরু নিউজ টুয়েন্টি ওয়ান  টিভির উপ-ব্যাবস্থাপনা পরিচালক রিদোয়ান হোসেন কক্সবাজারে আগমনে ফুলেল শুভেচ্ছা বিনিময় কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিভিন্ন প্রকার মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক ৩ দিনের রিমান্ডে সাবেক জনপ্রশাসন মন্ত্রীর স্ত্রী মোনালিসা
বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৮ অপরাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পথ সভা ও সমাবেশ অনুষ্ঠিত

শেখ মাহবুব সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
আপলোড সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

সিরাজগঞ্জের সলঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পথ সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ আগষ্ট) সকাল ৭ টায় উত্তর বঙ্গের প্রবেশদ্বার হাটিকুমরুল রোড গোলচত্বর এলাকায় বাংলাদেশ জামায়াতের হাটিকুমরুল শাখার আমির আব্দুল বাকি আল হাদি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খানকে ফুলেল শুভেচছা জানান দলের নেতাকর্মীরা৷উক্ত সময় বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতের সিরাজগঞ্জ জেলা শাখার আমীর অধ্যক্ষ মাওলানা শাহীনুর আলম,সলঙ্গা থানা সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট ছদরুল ইসলাম,সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ,বাংলাদেশ মাজলিসুল মুফাস্সিরিন সিরাজগঞ্জ জেলার সভাপতি মাওলানা রাকিবুল ইসলাম সিরাজী প্রমূখ৷

বক্তব্যের শুরুতেই জমায়াতের কেন্দ্রীয় নেতা আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান বলেন,গত ১৫ বছর স্বৈরাচার হাসিনা সরকার আমাকে উল্লাপাড়া-সলঙ্গার মানুষের কাছে আসতে দেয়নি। আজকের এই হাজার হাজার মানুষের উদ্দেশে বলতে চাই, ছাত্রজনতার প্রতিরোধের মুখে শেখ হাসিনার স্বৈরতন্ত্রের পতন হয়েছে। যেভাবে প্রতিরোধের মধ্য দিয়ে স্বৈরশাসনের পতন হয়েছে,ঠিক একইভাবে উল্লাপাড়া-সলঙ্গাকে সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত করা হবে, ইনশাল্লাহ। এছাড়া হাসিনার পতনের পর দেশে সাম্প্রদায়িকতার দাগ লাগানোর চেস্টা হয়েছিল। কিন্তু সারাদেশে জামায়াত-শিবির হিন্দুদের মন্দির রক্ষায় রাত জেগে পাহারা দিয়েছে। থানা পাহারার দায়িত্বও পালন করেছে আমাদের নেতারা। ছাত্রশিবিরের সাবেক সভাপতি রফিকুল ইসলাম খান এসময় বানভাসী মানুষের পাশে দলমত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানান৷ এবং ঐক্যবদ্ধ থেকে জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি সুন্দর সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই।কোনো দুর্বলের ওপর জালিমের অত্যাচার সহ্য করতে দেওয়া হবে না৷ দুর্নীতিবাজদের সমাজের সাধারণ মানুষের সম্পদ লুণ্ঠন করতে দেওয়া হবে না। কোর্ট,কাচারি ও আদালতকে দলীয় কার্যালয় করতে দেওয়া হবে না। সংগঠনের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রেখে আপাদত বন্যা দুর্গতদের পাশে থাকার আহ্বানও জানান তিনি।


এই বিভাগের আরও খবর