ফেনীতে বন্যার্তদের উদ্ধার কাজে গিয়ে পানিতে ডুবে সাইফুল ইসলাম সাগর নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে এই ঘটনা ঘটে।
শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত সাগর উপজেলার করপাড়া ইউনিয়নের ২নং শ্যামপুর এলাকার আলিম উদ্দিন ব্যাপারী বাড়ির শহিদ উল্লাহর ছেলে। তবে, তার মরদেহ এখনো পর্যন্ত নিজ এলাকা লক্ষ্মীপুরে পৌঁছায়নি বলে জানা গেছে।ইউপি সদস্য ইউনছু জানান, সাগর চট্টগ্রামে একটি কারখানায় ও পাশাপাশি নির্মাণ শ্রমিক হিসেবেও কাজ করতেন। বন্যা পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় স্বেচ্ছাসেবক দলের সঙ্গে ফেনীতে কাজ করতে আসে। সাঁতার কাটতে না জানায় পানিতে ডুবে সাগরের মৃত্যু হয়।