জাতীয় সাংবাদিক সংস্থা শার্শা উপজেলা শাখার সাধারণ সম্পাদক, কামাল উদ্দিন বিশ্বাস – NEWS 21 BANGLA TV শার্শা উপজেলা প্রতিনিধিঃ নিয়োগ পাওয়াতে জাতীয় সাংবাদিক সংস্থা শার্শা উপজেলা শাখার সদস্যদের মধ্যে সৌজন্যে আলোচনা সভা ও মিষ্টি মুখোর ।
তারিখঃ ২১ আগষ্ট /২৪ বুধবার জাতীয় সাংবাদিক সংস্থা শার্শা উপজেলা কমিটির কার্যালয়ে বিকাল ৪ টার সময় আলোচনা সভা ও মিষ্টি মুখোর হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে Nwes 21 bangla TV চ্যানেলের তাজ উদ্দীন আহমেদ (বাঁধন) যশোর জেলা প্রতিনিধিঃ,ও বিশেষ অতিথি জাতীয় দৈনিক ভোরের চেতনার কল্যাণ রায় ( জয়ন্ত) জেলা প্রতিনিধিঃ ও জাতীয় সাংবাদিক সংস্থার শার্শা উপজেলা কমিটিরসাংবাদিক সদস্যবৃন্দ।