দেশজুড়ে ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আজ রোববার (১৮ আগস্ট) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয় সরকার।
অন্যান্য স্কুলের মতো রাজধানীর বিএএফ শাহীন কলেজও আজ খুলেছে। ক্লাসে-পরীক্ষার টেবিলে ছাত্র-ছাত্রীরা ফিরলেও ফেরেনি আন্দোলনে বুলেটবিদ্ধ হয়ে প্রাণ হারানো এ কলেজের শিক্ষার্থী শাফিক উদ্দিন আহমেদ আহনাফ। আহনাফের টেবিলটা আজ ছিল ফাঁকা। তার স্মরণে বন্ধুরা সেখানে ফুল রেখেছেন।আহনাফ ছিলেন একাদশ শ্রেণির শিক্ষার্থী। ২০২৫ সালে তার এইচএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল।
কোটা সংস্কার আন্দোলনের পক্ষে শুরু থেকেই সোচ্চার ছিলেন আহনাফ। আন্দোলনে অংশ নিয়ে টিয়ার গ্যাস ও রাবার বুলেটে আহত হয়ে একবার বাসায়ও ফিরেছিলেন।কিন্তু গত ৪ আগস্ট রাজধানীর মিরপুর-১০ নম্বরে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে গুলিতে প্রাণ হারান আহনাফ।