শিরোনাম
কোথায় আছেন শিরীন শারমিন চৌধুরী তামিমের হলোটা কী! রূপগঞ্জে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন পতনের পর স্পেনে মুসলমানের জীবন সাড়া ফেলেছে ফারহান-ফারিণের ‘মনের মাঝে তুমি’ বিডিআর বিদ্রোহ : বিস্ফোরক মামলায় দুই শতাধিক আসামির জামিন কোটালীপাড়ায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন পালিত কোরআনে বর্ণিত চার অজিফা অর্থ সহায়তায় দাতা সংস্থাগুলোর ভালো সাড়া মিলছে : উপদেষ্টা সালেহউদ্দিন হামলার কয়েকদিন আগে সাইফের বাড়ি পরিষ্কার করতে যান সেই যুবক নারীরা যত বেশি স্বাবলম্বী হবে, দেশও তত উন্নত হবে : গভর্নর বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নওগাঁ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা ফরিদপুরে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ আহত ২০ গাজায় ফের হামলা শুরু ইসরায়েলের হাইকোর্টে চিন্ময় দাসের জামিন আবেদন সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বাংলাদেশকে উন্নতি করতে হলে প্রান্তিক অঞ্চলকে উন্নত করতে হবে: উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন দেশে দায়িত্বশীল সাংবাদিকের অভাব বাড়ছে: বগুড়ায় বিএমএসএফ নেতৃবৃন্দ জবাবদিহি পত্রিকার ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে খোকসায় আলোচনা সভা অনুষ্ঠিত যে কারণে নিজের মেয়েকেই ‘চড়’ মারবেন রাবিনা!
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:৫৬ অপরাহ্ন

জুম্মার নামাজের সময় দোকান খোলা রাখায় সনাতন ধর্মালম্বীকে মারপিট ও লুটপাট

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

জুম্মার নামাজের সময় নিজের মুদি দোকান খোলা রাখায় সনাতন ধর্মালম্বী এক দোকানদারকে মারপিট করেছে দুর্বৃত্তরা। শুধু তাই নয় নগদ ৮০ হাজার টাকা এবং গলায় থাকা একটি স্বর্ণের চেইন নিয়ে গেছে তারা।

গত ১৬ আগস্ট শুক্রবার দুপুর ২ টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা মাহমুদপুর নিতাইপুর হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে। এমনটাই তুলে ধরে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেন কল্যাণ সরকার (৪৮)।

অভিযোগে বিবাদী করা হয় বাবু (৩৭), পিতাঃ হাফিজ উদ্দিন, ও হাফিজ উদ্দিন (৭০), পিতা: অজ্ঞাত, উভয় সাং- নিতাইপুর (মাহমুদপুর) হিন্দুপাড়া, থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ সহ আরো অজ্ঞাতনামা ৫/৬ জনকে।
বাদী কালাচান সরকারের ছেলে কল্যাণ সরকার অভিযোগে উল্লেখ করেন, আমি একজন হিন্দু ধর্মের লোক। আমি ফতুল্লা থানাধীন মাহমুদপুর নিতাইপুর হিন্দু পাড়া এলাকায় মুদি দোকান ও চায়ের দোকান দিয়ে দীর্ঘদিন যাবৎ ব্যবসা করিতেছি। গত ১৬ আগস্ট জুম্মার নামাজের সময় আমার দোকান খোলা ছিল। এসময় উল্লেখিত বিবাদীসহ কিছু ছেলেরা আমার দোকানের সামনে আড্ডা দিয়াছিল। মূলত আমি হিন্দু ধর্মের লোক বিদায় জুমার নামাজের সময় আমার দোকান খোলা ছিল। কিন্তু বিবাদীরা একই তারিখ দুপুর আনুমানিক ০২:০০ ঘটিকা হইতে ০২:৩০ ঘটিকার মধ্যে আমার দোকানে আসিয়া জুমার নামাজের সময় আমার দোকান খোলা থাকার কারণে আমার দোকানে ভেতরে প্রবেশ করিয়া আমাকে এলোপাথারীভাবে কিল, ঘুষি মারিয়া আমার মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে এবং আমার গলায় থাকা ৬ আনা ওজনের স্বর্ণের চেইন খানা নিয়ে যায়। বিবাদীরা আমাকে একই সমেয় একাধিকবার মারধর করে এবং আমার দাকান ভাংচুর করিয়া দোকান হইতে ৮০,০০০/- (আশি হাজার) টাকা নিয়ে যায়।

পরবর্তীতে আমার ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসতে থাকলে উল্লেখিত বিবাদীরা আমাকে বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও হুমকি দিয়ে চলে যায়। আমি ন্যায় বিচার পাওয়ার জন্য আইনের আশ্রয় নিয়েছি।


এই বিভাগের আরও খবর