যশোর জেলার মেয়ে,সাতক্ষীরা জেলা ছেলে,সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন জনৈক নিজামুদ্দিন ঠাকুরের ছেলে সৌরভ (২৮) এর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে যশোরের কেশবপুরের এক নারীকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী নারীর তথ্যমতে, বিগত দেড় বছর পূর্বে মোবাইল ফোনের মাধ্যমে সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন রায়পুরস্থ ভগবানপাড়ার নিজামুদ্দিন ঠাকুর’র পুত্র সৌরভ সরদার এই নারীর সাথে প্রেমজ সম্পর্ক গড়ে তোলে। কিছুদিন পর স্ত্রী-সন্তান থাকা সত্ত্বেও সৌরভ তাকে গোপনে সিদুর পরিয়ে বিয়ে করেন এবং ঢাকার বাড্ডা এলাকায় বাসা ভাড়া নিয়ে স্বামী -স্ত্রী পরিচয়ে বসবাস করতে থাকেন। বিগত কিছুদিন ধরে সে তার সাথে যোগাযোগ বন্ধ৷ করে দেয়। তাকে খুজতে সে কলারোয়ার আসলে, সৌরভের স্ত্রী ও সৌরভ তার বন্ধু মামুনের সহায়তায় পাচারের উদ্দ্যেশে পাসপোর্ট করে দেন। বিষয়টি তিনি বুঝতে পেরে স্ত্রীর দাবিতে সৌরভের বাড়িতে অবস্থান নেন। সৌরভ বর্তমানে পলাতক আছেন৷ তিনি আরো জানান, সৌরভের প্রথম পক্ষের শ্যালক জ্যোর্তিময় তাকে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য বিভিন্ন রকম ভয় ভীতি, হামলা মামলার ভয় দেখান।
ঘটনার বিষয়ে সৌরভের নিকট মুঠোফোনে জানতে চাইলে, তিনি সাংবাদিক পরিচয় পাওয়ার পর কলটি কেটে দেন। তবে তথ্য রয়েছে, তথ্য সংগ্রহে থাকা একাধিক সাংবাদিককে হুমকিও প্রদান করেছেন।
অভিযুক্ত সৌরভের প্রথম স্ত্রী দীপার নিকট ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাটি আমিও শুনেছি, ঘটনাটি সত্য। আমি মেয়ের সাথেও কথা বলেছি, আমার স্বামীকে ছেড়ে দিতে বলেছি। আমি আমার স্বামীকে অন্য কোন৷ নারীর হাতে তুলে দিতে পারবো না।
অভিযুক্ত সৌরভের শ্যালক ও দিপার ভাই জ্যোর্তিময়’র নিকট ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাটি আমি গতকাল জানতে পেরেছি। আমার বোন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে। আমার বোনাই’র স্বভাব চরিত্র ভালো না। শুধু বোনটার জন্য কিছু করতে পারিনা। আপনাদের যেটা ভালো মনে হয় করেন।
অভিযুক্ত সৌরভের বাবা – মায়ের সাথে কথা বলার চেষ্টা করা হলেও তারা সামনে আসেননি।
এলাকাবাসী জানান, অভিযুক্ত সৌরভ এর আগেও নারীঘটিত ঘটনা ঘটিয়ে অর্থাবলে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন। এছাড়াও, চোরাই স্বর্ণ, ইন্ডিয়ান মদ বিক্রয়সহ অনেক তথ্য রয়েছে।
প্রশ্ন উঠেছে, অভিযুক্ত এই সৌরভের খুটির জোর কোথায়? কার বা কোন অদৃশ্য ক্ষমতাবলে সে এহন কর্মকান্ড করে বেড়ান।
সরকারের উর্ধত্বন কর্তৃপক্ষের কাছে এলাকাবাসী সুষ্ঠু তদন্তপূর্বক এই ধুরন্ধর প্রতারক সৌরভের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেছেন।