কেশবপুরে সংখ্যালঘু নির্যাতন’র প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে কেশবপুর পৌরসভাস্থ ডিগ্রী কলেজ মাঠে সংখ্যালঘু অধিকার সংরক্ষণ, কেশবপুর’র উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মন্দির ও বাড়ি-ঘরে ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও হত্যার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি ডিগ্রী কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন জায়গা প্রদক্ষিণপূর্বক ত্রিমোহনী মোড়ে এসে শেষ হয়েছে।
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, সংখ্যালঘু অধিকার সংরক্ষণ, কেশবপুর’র সমন্বয়ক গৌরব অধিকারী, শ্রাবন্তী দাস, চিরজ্ঞিত শীল, তাপস পালসহ উপজেলার হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।