দেশের বিভিন্ন স্থানে ‘হিন্দুদের ওপর হামলার’ প্রতিবাদে যশোর কোতয়ালী থানার সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। এতে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধে সংখ্যালঘু কমিশন গঠনসহ ৪ দফা দাবি তোলেন তারা। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি তাদের।
শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে সংখ্যালঘু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা এবং মন্দিরে হামলা ও আগুন দেয়ার অভিযোগ উঠে।
রবিবার (১১ আগস্ট) বিক্ষোভ কর্মসূচি শেষে তারা অবস্থান নেন যশোর কোতয়ালী থানার সামনে । রাস্তা অবরোধ করে নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ করেন তারা।
এতে নেতারা হামলা ও নির্যাতন বন্ধে সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠনসহ ৪ দফা দাবি তোলেন। তারা জানান, স্বাধীন দেশে সবার সমান অধিকার থাকা উচিত। দেশ হোক নিরপেক্ষ।