শিরোনাম
১০ লাখ কোটি টাকার বিদেশি ঋণ রেখে গেছে শেখ হাসিনা সরকার ফেনীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ জিয়া উদ্দিন ডালিম সহ গ্রেপ্তার ৩ সমালোচনা করুন, সমালোচনাকে সাদরে গ্রহণ করবো: মতবিনিময় সভায় যশোরের নবাগত ডিসি আজাহারুল ইসলাম মুক্তিযুদ্ধ চত্ত্বর ভেঙ্গে নাম দিলেন জামায়াত নগর! এলাকাবাসীর ক্ষোভ ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীসহ ৩ জনের মৃত্যু  জাতীয় সাংবাদিক সংস্থা  শার্শা উপজেলা শাখার সভাপতি কে নিয়ে বিরুপ মন্তব্য করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা: কী কী করতে পারবে সেনাবাহিনী ঝিনাইদহে পুলিশের এসআই এর গাড়িতে মিলল চারবস্তা ফেনসিডিল, নগদ টাকাসহ আটক ৩ জন সিরাজগঞ্জের সদর থানা এলাকা হতে ৭৪৪ বোতল ফেন্সিডিলসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নওগাঁয় অবৈধ বিস্ফোরক দ্রব্যসহ বিস্ফোরক ব্যবসায়ী আটক ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে দেবর, ভাবী ও বউমার মৃত্যু কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবীর মিছিল ঘিরে সংঘর্ষে নিহত ১, আহত ১৫ ফেনীতে ছাত্র হ’ত্যা মামলায় ছাত্রলীগ নেতা রিফাত গ্রে’ফ’তার আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) দেশজুড়ে বৃষ্টি ঝরবে আরও তিনদিন নওগাঁয় ৪৫০ পিচ ইয়াবাসহ আটক-২ বেনাপোলে সাংবাদিক এর নামে মামলা দেওয়ায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ইলিশ পাচার হচ্ছে ভারতে লালমনিরহাটের বড়বাড়ীতে নারী ফুটবলারদের এক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত ফেনী বন্যার্ত ক্ষতিগ্রস্তদের বাংলাদেশ শিপিং এজেন্ট এসোসিয়েশন এর আর্থিক অনুদান প্রদান
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৫ পূর্বাহ্ন

অ্যাকশন শুরু হলে সমর্থন চাই: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যারা অপরাধী তাদের বিচার করতেই হবে। তা না হলে আমরা মুক্তি পাবো না। তবে যে নিরপরাধ তার ওপরে কোন রকমের অপবাদ লাগিয়ে দিয়ে, অত্যাচার চালিয়ে আবার বর্বরতার দিকে যেন আমরা চলে না যাই। যখন অ্যাকশন নেয়া শুরু হবে, তখন সমর্থন চাই।

শনিবার (১০ আগস্ট) বিকেলে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি বলেন, এটা খুব গুরুত্বপূর্ণ সময় পার করছি আমরা। আমরা যাতে এক হতে পারি। কেউ আমাদের বিদেশি আক্রমণকারী না, আমরা আমরাই। আমরা গলাগলি করে বাঁচতে চাই, মারামারি করে না।

এসময় গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে মহাকাব্যের নায়ক হিসেবে আখ্যায়িত করেন ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, আবু সাঈদ নিজেই তার মহাকাব্য রচনা করে গেছে। সে পুরো একটা জাতিকে দুঃস্বপ্ন থেকে জাগিয়ে দিয়েছে। বর্বরতা থেকে জাগিয়ে দিয়েছে। আমরা একটা বর্বর জাতি হয়ে গেছি। সে সেটা দেখিয়ে গেল কত বর্বর আমরা হতে পারি। আমরা স্বাধীন জাতি বলতেছি, মুক্ত জাতি বলতেছি, ফাঁকা কথা। আমরা বর্বরতার চূড়ান্তে গিয়ে পৌঁছেছি। এ বর্বরতা থেকে মুক্তি পাওয়ার জন্য কি উপায় সেটা জানার জন্যই রংপুরে এসেছি। আবু সাঈদের কাছে আসছি, তার কাছে মাফ চেয়েছি। তোমাকে আমরা এ বর্বরতা থেকে মুক্তি দিতে পারিনি। ভবিষ্যতে যেন এটা আর না হয় তা আমরা নিশ্চিত করবো।

সংখ্যালঘুদের ওপর হামলা প্রসঙ্গে ড. মুহাম্মদ ইউনূস বলেন, এখন শুনছি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের এটা নিয়ে আবার মারধর করছে। একটা মারামারি করল আবার এদিকে আরেক মারামারি। এটা যেন না হয়। যেখানে কোন একটা ওসিলা করে এরকম অত্যাচার হবে কারও ওপরে, সেটা রুখে দাঁড়াতে হবে। যা হয়ে গেছে সেটা থেকে আমরা মুক্ত হতে চাই। আমাদের পরিষ্কার করে ফেলতে চাই। আমরা পুনর্জন্ম লাভ করতে চাই। গড়াগড়ি করে বাঁচতে চাই না।

তিনি বলেন, বাঙালি জাতির সম্ভাবনা অসীম। এই জাতির যে তরুণ সম্প্রদায়। তার যে সৃজনশীলতা, তার যে উদ্যম অন্য জাতির তুলনায় অনেক বেশি। এতটুকু জায়গার মধ্যে আমরা ১৭ কোটি মানুষ থাকি। এই ১৭ কোটি মানুষকে আমরা আরও বহু ওপরে নিয়ে যেতে পারি। শুধু খুনাখুনি এসব বাদ দিতে হবে। বড় কথা হলো আমরা নিজরদেকে কি দেখতে চাই। আমাদের স্বপ্নটা কি?

আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করবো এবং আমাদের যে ক্ষমতা এটা যদি আমরা করি পৃথিবীর মানুষ এমনিই ভালবাসবে। পৃথিবীর বহু দেশে তো যাই কাজেই দেখি এর চেয়ে ঘনিষ্ঠ একটা জাতি, পরিবারের মতো জাতি খুব কম দেশে আছে।

 

নিউজ২১/রি.


এই বিভাগের আরও খবর