সিরাজগঞ্জের সলঙ্গা থানার উত্তর বঙ্গের প্রবেশদার হাটিকুমরুল গোল চত্বরে সামাজিক অস্থিরতা ও রাজনৈতিক সংকটের মধ্যেই মহাসড়কে পরিস্কার পরিচ্ছন্নতা ও সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন সাধারণ শিক্ষার্থীরা।
রাষ্ট্র ও দেশ সংস্কারের এমন সব কার্যক্রমের মধ্য দিয়ে অনন্য দৃষ্টান্ত গড়ে, গেল দুইদিন থেকে তারই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ রোডের প্রধান সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন।একইসঙ্গে বিভিন্ন স্থানের ময়লা আবর্জনা ও ঘটে যাওয়া সহিংসতার ধ্বংসাস্তুপ এবং জঞ্জাল সরাচ্ছেন।
শুক্রবার দুপুরে দেখা যায় হাটিকুমরুল মহাসড়কে এমন চিত্র শিক্ষার্থীদের এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেখে আব্দুল হাই নামে একজন আনন্দিত হয়ে দুপুরের খাবারের ব্যবস্থা করেন।
এবিষয়ে সাবেক ছাত্র জুয়েল রানা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাইয়ুম মাহমুদের উদ্দেগে প্রায় ৭০ জন ছাত্র ছাত্রী পরিষ্কার-পরিছন্ন ও যানজট নিরসনে রাজপথে নেমে পড়েছেন।
নিউজ২১/রি.