বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল নিহতের স্মরণে বাড়ি বাড়ি চাল তুলে দোয়া মাহফিল ও তাবারক বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৯ আগস্ট ) জুম্মার নামাজ শেষে যশোরের শার্শা উপজেলার বাগুড়ী (দক্ষিণপাড়া) জামে মসজিদে এ দোয়া ও তাবারক বিতরণ অনুষ্ঠিত হয়।
দোয়া ও তাবারক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন বাগুড়ী (দক্ষিণপাড়া) গ্রামের সর্বস্তরের নারী সদস্যরা। এর আগে তারা প্রত্যেকের বাড়ি থেকে চাল, ডাল ও তৈল সংগ্রহ করেন।
উক্ত দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন বাগুড়ী (দক্ষিণপাড়া) জামে মসজিদের ইমাম মাওলানা সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বাগুড়ী (দক্ষিণপাড়া) পাড়া গ্রামের সর্বস্তরের মুসল্লিগণ।
নিউজ২১/রি.