শিরোনাম
ফেনীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ জিয়া উদ্দিন ডালিম সহ গ্রেপ্তার ৩ সমালোচনা করুন, সমালোচনাকে সাদরে গ্রহণ করবো: মতবিনিময় সভায় যশোরের নবাগত ডিসি আজাহারুল ইসলাম মুক্তিযুদ্ধ চত্ত্বর ভেঙ্গে নাম দিলেন জামায়াত নগর! এলাকাবাসীর ক্ষোভ ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীসহ ৩ জনের মৃত্যু  জাতীয় সাংবাদিক সংস্থা  শার্শা উপজেলা শাখার সভাপতি কে নিয়ে বিরুপ মন্তব্য করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা: কী কী করতে পারবে সেনাবাহিনী ঝিনাইদহে পুলিশের এসআই এর গাড়িতে মিলল চারবস্তা ফেনসিডিল, নগদ টাকাসহ আটক ৩ জন সিরাজগঞ্জের সদর থানা এলাকা হতে ৭৪৪ বোতল ফেন্সিডিলসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নওগাঁয় অবৈধ বিস্ফোরক দ্রব্যসহ বিস্ফোরক ব্যবসায়ী আটক ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে দেবর, ভাবী ও বউমার মৃত্যু কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবীর মিছিল ঘিরে সংঘর্ষে নিহত ১, আহত ১৫ ফেনীতে ছাত্র হ’ত্যা মামলায় ছাত্রলীগ নেতা রিফাত গ্রে’ফ’তার আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) দেশজুড়ে বৃষ্টি ঝরবে আরও তিনদিন নওগাঁয় ৪৫০ পিচ ইয়াবাসহ আটক-২ বেনাপোলে সাংবাদিক এর নামে মামলা দেওয়ায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ইলিশ পাচার হচ্ছে ভারতে লালমনিরহাটের বড়বাড়ীতে নারী ফুটবলারদের এক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত ফেনী বন্যার্ত ক্ষতিগ্রস্তদের বাংলাদেশ শিপিং এজেন্ট এসোসিয়েশন এর আর্থিক অনুদান প্রদান নওগাঁয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা ও শহীদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫০ পূর্বাহ্ন

অন্তর্বর্তী সরকারের প্রধান ও সদস্যরা কোথায় থাকবেন 

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহঅ ন্য আরও ১৩ উপদেষ্টা শপথ নিয়েছেন। বঙ্গভবনের দরবার হলে বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

তারা কে কোথায় থাকবেন সেই জায়গাও ঠিক করা হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় থাকবেন প্রদান উপদেষ্টা ড. ইউনূস। অন্য উপদেষ্টাদের জন্য মন্ত্রিপাড়া হিসেবে পরিচিত মিন্টো রোড, বেইলি রোড ও হেয়ার রোডে বাংলো প্রস্তুত করা হচ্ছে।

উপদেষ্টাদের জন্য ইতোমধ্যে সরকারি বাসভবনের ব্যবস্থা করা হয়েছে। গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি আবাসন পরিদপ্তর সূত্রে জানা যায়, অন্তর্বর্তী সরকারপ্রধানের জন্য প্রস্তুত করা হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। রাজধানীর মিন্টো রোডে অবস্থিত এ ভবনের সৌন্দর্যবর্ধনের কাজ বৃহস্পতিবার শুরু হয়েছে।

শেখ হাসিনা দেশ ছাড়ার পর বিক্ষুব্ধ জনগণ গণভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর করেছেন। ফলে এ দুই জায়গায় আপাতত অফিস বা বসবাস করার মতো অবস্থায় নেই। এ অবস্থায় প্রধান উপদেষ্টার বাসভবন এবং কার্যালয় হিসেবে ব্যবহার হবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা।

এছাড়া অন্য উপদেষ্টাদের জন্য মন্ত্রিপাড়া হিসেবে পরিচিত মিন্টো রোড, বেইলি রোড ও হেয়ার রোডে সব মিলিয়ে ২০টি বাংলো প্রস্তুত করা হচ্ছে। এগুলোর মধ্যে উপদেষ্টারা থাকার পর বাদবাকিগুলোতে প্রধান উপদেষ্টার নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা থাকবেন বলে জানা গেছে।

সূত্র জানায়, তবে এসব বাংলোয় সাবেক মন্ত্রীদের মালামাল থেকে যাওয়ায় পুরোপুরিভাবে কাজ শুরু করা যাচ্ছে না। সরকারি আবাসন পরিদফতর এসব বাংলো থেকে সাবেক মন্ত্রীদের মালামাল সরাতে তাদের পিএসদের জানালেও তারা তা সরিয়ে নিচ্ছেন না।

এ অবস্থায় আগামী রোববার (১১ আগস্ট) থেকে নতুন উপদেষ্টাদের জন্য বাংলোর সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হবে বলে জানা গেছে।

এরআগে, বৃহস্পতিবার ড. ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রেখে মোট ১৭ সদস্যের উপদেষ্টাদের নামের তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। পরে রাত সোয়া ৯টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে শপথ পাঠ করান। তিন জন ছাড়া অন্য উপদেষ্টারাও পরে শপথ নেন।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা

১. সালেহ উদ্দিন আহমেদ ২. ড. আসিফ নজরুল ৩. আদিলুর রহমান খান৪. হাসান আরিফ ৫. তৌহিদ হোসেন ৬. সৈয়দা রিজওয়ানা হাসান
৭. মো. নাহিদ ইসলাম ৮. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ৯. ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন ১০. সুপ্রদিপ চাকমা
১১. ফরিদা আখতার ১২. বিধান রঞ্জন রায় ১৩. আ.ফ.ম খালিদ হোসেন ১৪. নুরজাহান বেগম ১৫. শারমিন মুরশিদ ১৬. ফারুকী আযম।

 

নিউজ২১/রি.


এই বিভাগের আরও খবর